শিরোনাম :
Logo নারী সংস্কার কমিশন নির্দিষ্ট মতাদর্শিক বয়ানে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন Logo নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে : ফারুক Logo সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী যারা Logo আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার Logo প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা Logo যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের Logo ফের গাছ কেটে ভবনের আয়োজন Logo রাবি প্রেসক্লাবের দায়িত্বে মাহিন-মিশন Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রেজাল্টে বৈষম্যের অভিযোগে ঢাকা বোর্ড ঘেরাও, ৪ শিক্ষার্থী আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৭৩০ বার পড়া হয়েছে

এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্টে বৈষম্যের অভিযোগ এনে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গেটে তালা দেন একদল পরীক্ষার্থী। এ সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি হামলায় চার জন শিক্ষার্থী আহত হন। রোববার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন ওই শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবি করেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। তারা এই হামলার বিচার চান।

বোর্ডের কর্মকর্তারা বলেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এমনকি তারা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।

১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতিমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য তারা সব কটি বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফল নতুন করে প্রকাশের দাবি জানান।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে মিছিলটি বোর্ডের ফটকের সামনে পৌঁছায়। তাদের মধ্যে পাস করা ও অকৃতকার্য শিক্ষার্থী আছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, ফলাফলে বৈষম্য হয়েছে—এই অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে তারা বোর্ডের সামনে অবস্থান করছিলেন। তারা একপর্যায়ে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। নথিপত্রসহ অন্যান্য জিনিস রক্ষায় বোর্ডের কর্মচারীরা শিক্ষার্থীদের বাধা দেন। তখন ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।  তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আলোচনার মাধ্যমে সমস্যার মীমাংসা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী সংস্কার কমিশন নির্দিষ্ট মতাদর্শিক বয়ানে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন

রেজাল্টে বৈষম্যের অভিযোগে ঢাকা বোর্ড ঘেরাও, ৪ শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ণ, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

এবারের এইচএসসি পরীক্ষার রেজাল্টে বৈষম্যের অভিযোগ এনে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গেটে তালা দেন একদল পরীক্ষার্থী। এ সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি হামলায় চার জন শিক্ষার্থী আহত হন। রোববার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন ওই শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবি করেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। তারা এই হামলার বিচার চান।

বোর্ডের কর্মকর্তারা বলেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এমনকি তারা বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালান।

১৫ অক্টোবর এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ইতিমধ্যে যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। এ জন্য তারা সব কটি বিষয়ের ওপর ‘ম্যাপিং’ করে ফল নতুন করে প্রকাশের দাবি জানান।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’-এর ব্যানারে একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। বেলা ১টার দিকে মিছিলটি বোর্ডের ফটকের সামনে পৌঁছায়। তাদের মধ্যে পাস করা ও অকৃতকার্য শিক্ষার্থী আছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, ফলাফলে বৈষম্য হয়েছে—এই অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে তারা বোর্ডের সামনে অবস্থান করছিলেন। তারা একপর্যায়ে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। নথিপত্রসহ অন্যান্য জিনিস রক্ষায় বোর্ডের কর্মচারীরা শিক্ষার্থীদের বাধা দেন। তখন ধাক্কাধাক্কিতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।  তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আলোচনার মাধ্যমে সমস্যার মীমাংসা করা হবে।