শিরোনাম :
Logo ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন আর্থিক অনুদান  Logo চাঁদপুর জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo ইবিতে হবে দেশের প্রথম ইসলামিক ফাউন্ডেশন কর্ণার- মহা পরিচালক। Logo চাঁদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু! Logo দৈনিক চাঁদপুর খবর পত্রিকার আয়োজনে নবনির্বাচিত দু’জনকে সংবর্ধনা Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী কৃতজ্ঞতা Logo হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম Logo পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশ-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় আলোচনা সভা Logo জমি নিয়ে বিরোধে প্রবাসীর স্ত্রী খুন ; চারজন গ্রেফতার Logo হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভাঙচুর অপকর্ম করলে দল থেকে বহিষ্কার: মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি।

  • আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

কারো বাড়িঘর-স্থাপনা ভাঙচুর ও কোনো অপকর্ম করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

এজন্য মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল শেষে করা এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রিতা।

সকাল ১১টার দিকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিজয় মেলা মাঠে জড়ো হতে থাকেন। দুপুরে বিজয় মেলার মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় সেখানেই সমাবেশ করা হয়।

সমাবেশে রিতা দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান। এছাড়া কারো বাড়িঘর বা স্থাপনা ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, এ বিজয় আমাদের প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও ধৈর্য্য ধারণ করতে হবে। সরকারি-বেসরকারি স্থাপনা, কারো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না।

সমাবেশে গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কাণ্ড পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখনসহ অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন আর্থিক অনুদান 

ভাঙচুর অপকর্ম করলে দল থেকে বহিষ্কার: মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি।

আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪

কারো বাড়িঘর-স্থাপনা ভাঙচুর ও কোনো অপকর্ম করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

এজন্য মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল শেষে করা এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রিতা।

সকাল ১১টার দিকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিজয় মেলা মাঠে জড়ো হতে থাকেন। দুপুরে বিজয় মেলার মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় সেখানেই সমাবেশ করা হয়।

সমাবেশে রিতা দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানান। এছাড়া কারো বাড়িঘর বা স্থাপনা ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, এ বিজয় আমাদের প্রাথমিক বিজয়, চূড়ান্ত বিজয় অর্জন করতে আমাদের আরও ধৈর্য্য ধারণ করতে হবে। সরকারি-বেসরকারি স্থাপনা, কারো বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা যাবে না।

সমাবেশে গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কাণ্ড পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখনসহ অনেকে।