কোচকে বরখাস্তের পর লিভারপুলকে হারালো লেস্টার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা হারে কোচ ক্লাওদিও রানিয়েরি বরখাস্ত হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে লেস্টার সিটি। জেমি ভার্ডির জোড়া ও ড্যানি ড্রিংকওয়াটার গোলে লিভারপুলকে হারায় তারা।

সোমবার রাতে নিজেদের মাঠে অন্তর্বর্তীকালীন কোচ ক্রেইগ শেকস্পিয়ারের অধীনে লিভারপুলকে ৩-১ গোলে হারায় লেস্টার।

এই ম্যাচে ২০১৭ সালে লিগে প্রথম গোল পেল লেস্টার। লিগে টানা পাঁচ ম্যাচ হারের পর এই জয়ে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে পঞ্চদশ স্থানে উঠে এসেছে দলটি।

আর সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারা লিভারপুল ৪৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোচকে বরখাস্তের পর লিভারপুলকে হারালো লেস্টার !

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

টানা হারে কোচ ক্লাওদিও রানিয়েরি বরখাস্ত হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে লেস্টার সিটি। জেমি ভার্ডির জোড়া ও ড্যানি ড্রিংকওয়াটার গোলে লিভারপুলকে হারায় তারা।

সোমবার রাতে নিজেদের মাঠে অন্তর্বর্তীকালীন কোচ ক্রেইগ শেকস্পিয়ারের অধীনে লিভারপুলকে ৩-১ গোলে হারায় লেস্টার।

এই ম্যাচে ২০১৭ সালে লিগে প্রথম গোল পেল লেস্টার। লিগে টানা পাঁচ ম্যাচ হারের পর এই জয়ে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে পঞ্চদশ স্থানে উঠে এসেছে দলটি।

আর সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারা লিভারপুল ৪৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।