চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৬:০৫ অপরাহ্ণ, রবিবার, ১ আগস্ট ২০২১
  • ৮২০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র মাঠে নিজের জমি দেখতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা পৌর মাঝের পাড়ার তানজিল আহম্মেদ নামের এক যুবকের ওপর এলোপাতাড়ি হামলা চালানোর অভিযোগ উঠেছে শঙ্করচন্দ্র এলাকার নিশানসহ তাঁর লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় তানজিল আহম্মেদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার রাত ৮টার দিকে শঙ্করচন্দ্র গ্রামের হারুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার তানজিল আহম্মেদ চুয়াডাঙ্গা পৌর শহরের মাঝেরপাড়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শঙ্করচন্দ্র দোয়ারপাড়া মাঠে নিজের জমি দেখতে যান তানজিল। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা নিশানসহ কয়েকজন মিলে তনজিল আহম্মেদসহ তাঁর সঙ্গীদের ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ ঘটনায় তানজিল গুরুতর আহত হন। এ ঘটনায় তানজিল আহম্মেদ বাদী হয়ে নিশানের নাম উল্লেখসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

আপডেট সময় : ১০:২৬:০৫ অপরাহ্ণ, রবিবার, ১ আগস্ট ২০২১

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র মাঠে নিজের জমি দেখতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা পৌর মাঝের পাড়ার তানজিল আহম্মেদ নামের এক যুবকের ওপর এলোপাতাড়ি হামলা চালানোর অভিযোগ উঠেছে শঙ্করচন্দ্র এলাকার নিশানসহ তাঁর লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় তানজিল আহম্মেদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার রাত ৮টার দিকে শঙ্করচন্দ্র গ্রামের হারুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার তানজিল আহম্মেদ চুয়াডাঙ্গা পৌর শহরের মাঝেরপাড়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শঙ্করচন্দ্র দোয়ারপাড়া মাঠে নিজের জমি দেখতে যান তানজিল। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা নিশানসহ কয়েকজন মিলে তনজিল আহম্মেদসহ তাঁর সঙ্গীদের ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ ঘটনায় তানজিল গুরুতর আহত হন। এ ঘটনায় তানজিল আহম্মেদ বাদী হয়ে নিশানের নাম উল্লেখসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।