নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে একজন ভারতীয় নাগরিকসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে মহেশপুর উপজেলার ঘুঘরী এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এসব নারী-পুরুষকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী, পাঁচজন শিশু, একজন ভারতীয় নাগরিক ও সিএনজি চালক রয়েছেন। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রেরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ই-মেইল বার্তায় তিনি উল্লেখ করেন, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসা নাগরিকদের জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেছেন, তাঁরা বাংলাদেশি নাগরিক হিসেবে কাজের জন্য ভারতে গিয়েছিলেন। অন্যদিকে আটক ভারতীয় নাগরিক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ঢুকে পড়েন। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় মহেশপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার
২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ