বিস্ফোরক কুককে দেখার অপেক্ষায় স্ট্রস !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৫৯ টেস্টে জাতীয় দলকে নের্তৃত্ব দেওযার পর নিজ থেকেই অছিনায়কের দায়িত্ব থেকে সরে গেলেন অ্যালিস্টার কুক। আর এই কারণে এই মুহুর্তে অ্যালিস্টার কুককে নিয়ে গোটা ইংরেজ ক্রিকেট মহলে চলছে আলোচনার ঢেউ।

সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস সাফ জানালেন, “কুককে এই সিদ্ধান্তটা ভীষন কঠোর হলেও এটি ছিল ‘‌সময়োপযোগী এবং সঠিক’‌। তবে তার ঘাড়ের ওপর থেকে অধিনায়কত্বের বোঝা নেমে গেছে। এখন কুক বাইশ গজে ব্যাট হাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবেন। বিস্ফোরক সেই কুককে দেখার অপেক্ষায় রয়েছি। ”

স্ট্রসের আরও জানালেন, “কুক এখন মাত্র ৩২। আরও বছর চারেক হেসেখেলে খেলবে। আশা করছি, শৃঙ্খলমুক্ত হওয়ার পর নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারবে। “‌

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিস্ফোরক কুককে দেখার অপেক্ষায় স্ট্রস !

আপডেট সময় : ১২:০৩:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

৫৯ টেস্টে জাতীয় দলকে নের্তৃত্ব দেওযার পর নিজ থেকেই অছিনায়কের দায়িত্ব থেকে সরে গেলেন অ্যালিস্টার কুক। আর এই কারণে এই মুহুর্তে অ্যালিস্টার কুককে নিয়ে গোটা ইংরেজ ক্রিকেট মহলে চলছে আলোচনার ঢেউ।

সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস সাফ জানালেন, “কুককে এই সিদ্ধান্তটা ভীষন কঠোর হলেও এটি ছিল ‘‌সময়োপযোগী এবং সঠিক’‌। তবে তার ঘাড়ের ওপর থেকে অধিনায়কত্বের বোঝা নেমে গেছে। এখন কুক বাইশ গজে ব্যাট হাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবেন। বিস্ফোরক সেই কুককে দেখার অপেক্ষায় রয়েছি। ”

স্ট্রসের আরও জানালেন, “কুক এখন মাত্র ৩২। আরও বছর চারেক হেসেখেলে খেলবে। আশা করছি, শৃঙ্খলমুক্ত হওয়ার পর নিজেকে আরও বেশি করে মেলে ধরতে পারবে। “‌