জমির জন্য মা-বোনকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার গোবিন্দপুরে মাদকাসক্ত ছেলের কান্ড
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার গোবিন্দপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মা ও বোনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদকাসক্ত সৎ ছেলে সুজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা নাজমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিষারত আলীর স্ত্রী নাজমা খাতুন (৪৫) ও তার মেয়ে সাথী খাতুন (২১)।
আহত মা নাজমা খাতুন এ প্রতিবেদককে বলেন, সুজন (৩০) আমার সৎ ছেলে। সে মাদকে আসক্ত। দীর্ঘদিন যাবত আমার স্বামীর সামান্য বসতভিটাসহ তিনশতক জমিজমাকে কেন্দ্র করে গন্ডগোল করে আসছিল। এ নিয়ে গতকাল সকালে আমার স্বামীকে ওই জমিসহ বাড়ি লিখে দিতে বলে। এ নিয়ে আমি প্রতিবাদ করলে আমার সাথে তর্কবিতর্ক করে। একপর্যায়ে সে ধারালো বটি দিয়ে আমার মাথায় ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমার মেয়ে সাথী ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাদকাসক্ত সুজন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছালে সুজন পালিয়ে যায় এবং তারা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক বলেন, নাজমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুত্বর কোপের জখম রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। তিনি আরো বলেন, সাথীর অবস্থা আশঙ্কামুক্ত। তার পিঠে ও শরীরের বিভিন্নস্থানে কোপের জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জমির জন্য মা-বোনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:৩৪:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০১৯

আলমডাঙ্গার গোবিন্দপুরে মাদকাসক্ত ছেলের কান্ড
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার গোবিন্দপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মা ও বোনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদকাসক্ত সৎ ছেলে সুজন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা নাজমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিষারত আলীর স্ত্রী নাজমা খাতুন (৪৫) ও তার মেয়ে সাথী খাতুন (২১)।
আহত মা নাজমা খাতুন এ প্রতিবেদককে বলেন, সুজন (৩০) আমার সৎ ছেলে। সে মাদকে আসক্ত। দীর্ঘদিন যাবত আমার স্বামীর সামান্য বসতভিটাসহ তিনশতক জমিজমাকে কেন্দ্র করে গন্ডগোল করে আসছিল। এ নিয়ে গতকাল সকালে আমার স্বামীকে ওই জমিসহ বাড়ি লিখে দিতে বলে। এ নিয়ে আমি প্রতিবাদ করলে আমার সাথে তর্কবিতর্ক করে। একপর্যায়ে সে ধারালো বটি দিয়ে আমার মাথায় ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমার মেয়ে সাথী ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাদকাসক্ত সুজন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌছালে সুজন পালিয়ে যায় এবং তারা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক বলেন, নাজমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুত্বর কোপের জখম রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। তিনি আরো বলেন, সাথীর অবস্থা আশঙ্কামুক্ত। তার পিঠে ও শরীরের বিভিন্নস্থানে কোপের জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।