শিরোনাম :
Logo বউ পেটানোর শীর্ষে বরিশাল Logo পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইরান Logo প্রচেষ্টা অব্যাহত থাকবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার : তৌহিদ হোসেন Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন Logo গুলি চালাল ইরানের বাহিনী নিজ দেশের নাগরিকদের ওপর Logo খুবিতে এইচআরএসএস এর উদ্যোগে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা সভা Logo ‘নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম মাঠে নামছে’ Logo চসিকের উচ্ছেদ অভিযানে ১২ দোকানির জরিমানা Logo ৬ দিনের চীন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য Logo খুবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সিনার্জি’ বিষয়ক  জাতীয় সেমিনার অনুষ্ঠিত

রোমাঞ্চকর ম্যাচে চেলসি-লিভারপুলের ড্র !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ফলে ঘরের মাঠে টানা চার ম্যাচ জয় শূন্য থাকলো  ক্লপের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে নেমে চমৎকার এক গোল করলেন দাভিদ লুইস। কিন্তু জয়ের আনন্দে মাঠ ছাড়তে পারেননি। প্রথমার্ধে পিছিয়ে পড়া লিভারপুল দ্বিতীয়ার্ধে জর্জিনিয়ো ভিনালডামের লক্ষ্যভেদে সমতায় ফেরে। বাকি সময়ে মিগনোলেতের নৈপুণ্যে ১-১ সমতা রেখে মাঠ ছাড়ে তারা। দিয়েগো কস্তার পেনাল্টি শটও ঠেকান তিনি।অ্যানফিল্ডে মঙ্গলবার শুরু থেকেই চেলসিকে চেপে ধরা স্বাগতিকরা এগিয়ে যেতে পারতো ত্রয়োদশ মিনিটে। ঝাঁপিয়ে সেবার জর্জিনিয়ো ভিনালডামের বুলেট গতির শট ঠেকান থিবো করতোয়া।

আক্রমণের প্রাথমিক ঝাপটা সামলে লিভারপুলকে চেপে ধরা অতিথিরা এগিয়ে যায় দাভিদ লুইসের আচমকা গোলে। ২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

অ্যাডাম লালানা চেলসির এডেন হ্যাজার্ডকে ফাউল করলে ফ্রি-কিক পায় চেলসি। বল বসিয়ে শট নেওয়ার জন্য পিছিয়ে যান উইলিয়ান। বলের দিকে নয় সবার নজর ছিল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দিকে। ছুটে এসে হঠাৎ শট নেন লুইস, ফেরানোর কোনো সুযোগই ছিল না তখনও উইলিয়ানের দিকে তাকিয়ে থাকা গোলরক্ষক মিগনোলেতের।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পায় লিভারপুল। তবে ফিরমিনোর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে একের পর এক আক্রমণের সুফল পেতে বেশি দেরি হয়নি লিভারপুলের। জেমন মিলনারের হেডে বল পেয়ে ৫৭তম মিনিটে সমতা ফেরান ভিনালডাম।

ম্যাচের ৭৪ মিনিটে কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। নিজেই শট নেন স্প্যানিশ স্ট্রাইকার। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে লিভারপুলের ত্রাতা মিগনোলেট। বাকি সময় আর গোল না হলে ১-১ গোলের ড্রতেই শেষ হয় দুই দলের লড়াই। এই ড্রয়ের পরও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বউ পেটানোর শীর্ষে বরিশাল

রোমাঞ্চকর ম্যাচে চেলসি-লিভারপুলের ড্র !

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ফলে ঘরের মাঠে টানা চার ম্যাচ জয় শূন্য থাকলো  ক্লপের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে শততম ম্যাচ খেলতে নেমে চমৎকার এক গোল করলেন দাভিদ লুইস। কিন্তু জয়ের আনন্দে মাঠ ছাড়তে পারেননি। প্রথমার্ধে পিছিয়ে পড়া লিভারপুল দ্বিতীয়ার্ধে জর্জিনিয়ো ভিনালডামের লক্ষ্যভেদে সমতায় ফেরে। বাকি সময়ে মিগনোলেতের নৈপুণ্যে ১-১ সমতা রেখে মাঠ ছাড়ে তারা। দিয়েগো কস্তার পেনাল্টি শটও ঠেকান তিনি।অ্যানফিল্ডে মঙ্গলবার শুরু থেকেই চেলসিকে চেপে ধরা স্বাগতিকরা এগিয়ে যেতে পারতো ত্রয়োদশ মিনিটে। ঝাঁপিয়ে সেবার জর্জিনিয়ো ভিনালডামের বুলেট গতির শট ঠেকান থিবো করতোয়া।

আক্রমণের প্রাথমিক ঝাপটা সামলে লিভারপুলকে চেপে ধরা অতিথিরা এগিয়ে যায় দাভিদ লুইসের আচমকা গোলে। ২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

অ্যাডাম লালানা চেলসির এডেন হ্যাজার্ডকে ফাউল করলে ফ্রি-কিক পায় চেলসি। বল বসিয়ে শট নেওয়ার জন্য পিছিয়ে যান উইলিয়ান। বলের দিকে নয় সবার নজর ছিল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দিকে। ছুটে এসে হঠাৎ শট নেন লুইস, ফেরানোর কোনো সুযোগই ছিল না তখনও উইলিয়ানের দিকে তাকিয়ে থাকা গোলরক্ষক মিগনোলেতের।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ পায় লিভারপুল। তবে ফিরমিনোর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। তবে একের পর এক আক্রমণের সুফল পেতে বেশি দেরি হয়নি লিভারপুলের। জেমন মিলনারের হেডে বল পেয়ে ৫৭তম মিনিটে সমতা ফেরান ভিনালডাম।

ম্যাচের ৭৪ মিনিটে কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। নিজেই শট নেন স্প্যানিশ স্ট্রাইকার। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে লিভারপুলের ত্রাতা মিগনোলেট। বাকি সময় আর গোল না হলে ১-১ গোলের ড্রতেই শেষ হয় দুই দলের লড়াই। এই ড্রয়ের পরও ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।