সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এফবিসিসিআই !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের অধিনে বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমে দাপ্তরিক অংশীদারীত্বমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) সার্টিফিকেট অব মেরিট প্রদান করেছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)।

গতকাল শনিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে সার্টিফিকেট অব মেরিট গ্রহণ করেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

পৃথিবীর অনেক দেশেই জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ সহযোগী সংগঠনগুলোকে প্রতি বছর এ ধরনের স্বীকৃতি দিয়ে থাকে। কোনো সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশে প্রথমবার এ ধরনের স্বীকৃতি পেয়েছে।

এ বছর আরো চারটি সংগঠনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ডের অংশীদারিত্বমূলক (পার্টনারশিপ) কার্যক্রম ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা করছে এফবিসিসিআই বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।

উল্লেখ্য, বাংলাদেশের বাণিজ্য ও শিল্প উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই বেসরকারি খাতের মুখপাত্র হিসেবে কাজ করছে। দেশের শিল্পায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন আর্থিক ও সেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কিত সঠিক নীতি ও কৌশল প্রণয়নে এফবিসিসিআই সরকারের সাথে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশের বেসরকারি খাতের উন্নয়নে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতেও এফবিসিসিআইয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এফবিসিসিআই !

আপডেট সময় : ১০:২১:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের অধিনে বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমে দাপ্তরিক অংশীদারীত্বমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (এফবিসিসিআই) সার্টিফিকেট অব মেরিট প্রদান করেছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)।

গতকাল শনিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৭ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে সার্টিফিকেট অব মেরিট গ্রহণ করেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

পৃথিবীর অনেক দেশেই জাতীয় রাজস্ব কর্তৃপক্ষ সহযোগী সংগঠনগুলোকে প্রতি বছর এ ধরনের স্বীকৃতি দিয়ে থাকে। কোনো সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশে প্রথমবার এ ধরনের স্বীকৃতি পেয়েছে।

এ বছর আরো চারটি সংগঠনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ডের অংশীদারিত্বমূলক (পার্টনারশিপ) কার্যক্রম ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা করছে এফবিসিসিআই বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।

উল্লেখ্য, বাংলাদেশের বাণিজ্য ও শিল্প উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই বেসরকারি খাতের মুখপাত্র হিসেবে কাজ করছে। দেশের শিল্পায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন আর্থিক ও সেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কিত সঠিক নীতি ও কৌশল প্রণয়নে এফবিসিসিআই সরকারের সাথে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দেশের বেসরকারি খাতের উন্নয়নে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতেও এফবিসিসিআইয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।