নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে ল²ীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী উপজেলার চন্ডিপাশা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১ মার্চ ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। বিষয়টি নিয়ে গত ৩ মার্চ ছাত্রীটির বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নান্দাইল থানার ওসি ইউনুস আলী জানান, মামলার প্রধান আসামি ল²ীপুরের চন্দ্রগঞ্জ এলাকার রতনপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে রানা মিয়া (২৮)। বুধবার পুলিশ হানিফ মিয়ার বাড়িতে অভিযানে যায়। সেখান থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্তকে আটক করা যায়নি।
সোমবার
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ