ফের সালমান-শাহরুখ এক সাথে!

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে একসাথে দেখা গিয়েছিল রাকেশ রোশনের ছবি করণ–অর্জুনে। আবার দু’জনকে এক সঙ্গে দেখা যাবে পরিচালক কবির খানের আসন্ন ছবি ‘টিউবলাইটে’। সোমবার সালমান খান ফিল্মসের (‌এসকেএফ)‌ সিওও অমর বাটলা তার ব্যক্তিগত টুইটারে কিং খানের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের কথা জানান।

শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় ও হাম তুমহারে হ্যায় সনম চলচ্চিত্রে সালমানকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল। পাশাপাশি সালমান খানের হর দিল জো প্যার করেগা ছবিতে শাহরুখের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে ছবিকে আরো আকর্ষণীয় করে তুলে। এসকেএফের সিওও অমর বাটলা টুইটারে লিখেছেন, টিউবলাইটের শুটিং সেটে একসঙ্গে দুই সুপারস্টার সালমান ও শাহরুখ রয়েছে। এতে ছবির গুরুত্ব আরো বেড়ে গেল দর্শকদের কাছে। কবির খান পরিচালনায় টিউবলাইটের শ্যুটিং হয়েছে লে, লাদাখ ও মানালিতে। অভিনয়ে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ওম পুরি ও চীনা অভিনেত্রী ঝু ঝুকে। টিউবলাইট মুক্তি পাবে এ বছর ঈদের সময়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফের সালমান-শাহরুখ এক সাথে!

আপডেট সময় : ০২:১৮:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে একসাথে দেখা গিয়েছিল রাকেশ রোশনের ছবি করণ–অর্জুনে। আবার দু’জনকে এক সঙ্গে দেখা যাবে পরিচালক কবির খানের আসন্ন ছবি ‘টিউবলাইটে’। সোমবার সালমান খান ফিল্মসের (‌এসকেএফ)‌ সিওও অমর বাটলা তার ব্যক্তিগত টুইটারে কিং খানের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের কথা জানান।

শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় ও হাম তুমহারে হ্যায় সনম চলচ্চিত্রে সালমানকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল। পাশাপাশি সালমান খানের হর দিল জো প্যার করেগা ছবিতে শাহরুখের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে ছবিকে আরো আকর্ষণীয় করে তুলে। এসকেএফের সিওও অমর বাটলা টুইটারে লিখেছেন, টিউবলাইটের শুটিং সেটে একসঙ্গে দুই সুপারস্টার সালমান ও শাহরুখ রয়েছে। এতে ছবির গুরুত্ব আরো বেড়ে গেল দর্শকদের কাছে। কবির খান পরিচালনায় টিউবলাইটের শ্যুটিং হয়েছে লে, লাদাখ ও মানালিতে। অভিনয়ে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ওম পুরি ও চীনা অভিনেত্রী ঝু ঝুকে। টিউবলাইট মুক্তি পাবে এ বছর ঈদের সময়।