‘ভিনগ্রহের যানের’ গোপন ছবি প্রকাশ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১১:১৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৪ সালে চিলির আকাশে দেখা যায় একটি রহস্যময় যান। দীর্ঘ দুই বছর গবেষণার পরও জানা যায়নি বস্তুটি আসলে কী ছিল২০১৪ সালের ১১ নভেম্বর। আকাশে উড়ছিল চিলি নৌবাহিনীর একটি হেলিকপ্টার। পাইলট হঠাৎ দেখতে পান আকাশে উড়ছে ডিম্বাকার একটি কালো যান।

যানটি থেকে বের হলো কিছুটা গ্যাসজাতীয় পদার্থ। আর চোখের পলকে সেটি মহাকাশে উধাও হয়ে গেল। পুরো ঘটনাটি ধরা পড়ে হেলিকপ্টারে লাগানো ক্যামেরায়।

ভিডিওটি দেখে বেশ সাড়া পড়ে যায় চিলি সরকারের বিভিন্ন মহলে। অনেকেই ধারণা করেন, সেটি ভিনগ্রহের যান (ইউএফও)। চলতে থাকে গবেষণা। তবে দুই বছর ধরে লম্বা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দাবি, ‘বস্তুটি কী তা তারা জানেনই না।’


চিলির আকাশে ডিম্বাকার সেই রহস্যময় যান

চিলির সরকারি সংস্থা সিএএফএএ ভিনগ্রহের যান বিষয়ে গবেষণা করে। তারা ভিডিওটি নিয়েছিল গবেষণার জন্য। তবে সিএএফএএ প্রধান রিকার্দো বারমুদেজ বলেছেন, ‘আমরা আসলেই জানি না বস্তুটি কী ছিল?’

সিএএফএএর পক্ষ থেকে এটাও জানানো হয়েছে, পার্শ্ববর্তী সানটিয়াগো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল এমন কোনো বিমানও নয় সেটি।

এ বিষয়ে ওই হেলিকপ্টারের পাইলট জানান, বেশ প্রসারিত সমতল বস্তু ছিল সেটি। সেটি থেকে দুটি আলো বের হচ্ছিল। তবে বস্তুটি কী সে বিষয়ে তারও কোনো ধারণা নেই।

ট্যাগস :

‘ভিনগ্রহের যানের’ গোপন ছবি প্রকাশ!

আপডেট সময় : ০৭:১১:১৮ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

২০১৪ সালে চিলির আকাশে দেখা যায় একটি রহস্যময় যান। দীর্ঘ দুই বছর গবেষণার পরও জানা যায়নি বস্তুটি আসলে কী ছিল২০১৪ সালের ১১ নভেম্বর। আকাশে উড়ছিল চিলি নৌবাহিনীর একটি হেলিকপ্টার। পাইলট হঠাৎ দেখতে পান আকাশে উড়ছে ডিম্বাকার একটি কালো যান।

যানটি থেকে বের হলো কিছুটা গ্যাসজাতীয় পদার্থ। আর চোখের পলকে সেটি মহাকাশে উধাও হয়ে গেল। পুরো ঘটনাটি ধরা পড়ে হেলিকপ্টারে লাগানো ক্যামেরায়।

ভিডিওটি দেখে বেশ সাড়া পড়ে যায় চিলি সরকারের বিভিন্ন মহলে। অনেকেই ধারণা করেন, সেটি ভিনগ্রহের যান (ইউএফও)। চলতে থাকে গবেষণা। তবে দুই বছর ধরে লম্বা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দাবি, ‘বস্তুটি কী তা তারা জানেনই না।’


চিলির আকাশে ডিম্বাকার সেই রহস্যময় যান

চিলির সরকারি সংস্থা সিএএফএএ ভিনগ্রহের যান বিষয়ে গবেষণা করে। তারা ভিডিওটি নিয়েছিল গবেষণার জন্য। তবে সিএএফএএ প্রধান রিকার্দো বারমুদেজ বলেছেন, ‘আমরা আসলেই জানি না বস্তুটি কী ছিল?’

সিএএফএএর পক্ষ থেকে এটাও জানানো হয়েছে, পার্শ্ববর্তী সানটিয়াগো বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছিল এমন কোনো বিমানও নয় সেটি।

এ বিষয়ে ওই হেলিকপ্টারের পাইলট জানান, বেশ প্রসারিত সমতল বস্তু ছিল সেটি। সেটি থেকে দুটি আলো বের হচ্ছিল। তবে বস্তুটি কী সে বিষয়ে তারও কোনো ধারণা নেই।