শিরোনাম :
Logo কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে Logo কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল! Logo আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ Logo জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস Logo মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত Logo ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী Logo চট্টগ্রাম বোর্ডে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১১৭৩ জন Logo যথাসময়ে নামাজ পড়ার পুরস্কার Logo ইসলামের দৃষ্টিতে চুপ থাকা

ওবামার ‘বহু পদক্ষেপ’ প্রথম দিনই বাতিল করবেন ট্রাম্প!

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘বহু পদক্ষেপ’ ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বাতিল করে দিতে চান হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পরিকল্পনার কথা গত রোববার আগাম জানিয়ে দিয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্পের প্রেস সেক্রেটারি হতে চলা শান স্পাইসার।
মার্কিন টেলিভিশন এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে শান স্পাইসার বলেন, বিগত আট বছরে মার্কিন প্রশাসনের নেওয়া যেসব কর্মকাণ্ডের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন ‘বহু আইন ও পদক্ষেপ’ ট্রাম্প তাৎক্ষণিকভাবে বাতিল করে দেবেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প দুটি পদক্ষেপ নেবেন, যার একটি হবে এটি। তবে ওবামার কোন নির্বাহী আদেশ ট্রাম্প বাতিল করবেন, তা নির্দিষ্ট করে বলেননি স্পাইসার।
অভিবাসন, জ্বালানি ও বৈদেশিক নীতি বিষয়ে বারাক ওবামার পদক্ষেপের বরাবরই কঠোর সমালোচক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই ধারণা করা হয়, সেসব পদক্ষেপ বাতিল করার উপায় ট্রাম্প খুঁজতেই পারেন।
স্পাইসার বলেন, ট্রাম্প ওয়াশিংটনে নতুন এক ধাঁচ আনার জন্য সংস্কারকাজ শুরু করবেন। তাঁর সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর যাতে তাঁর প্রশাসনের সদস্যরা লবিস্ট বা তদবিরকারী হতে না পারেন, সে জন্য বিধিনিষেধ আরোপ করা হবে।
হ্যাকিংয়ের ‘ভেতরের খবর’ জানেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হ্যাকিং নিয়ে ভেতরকার তথ্য জানেন। মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরিতে রাশিয়া কলকাঠি নেড়েছে—এমন অভিযোগের বিষয়ে আবারও সংশয় প্রকাশ করে গত শনিবার ট্রাম্প বলেন, অন্যদের ঘাটতির বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে এবং এ সপ্তাহেই তিনি তা প্রকাশ করবেন।
নববর্ষের আগের দিন ডোনাল্ড ট্রাম্প নিজের মারালাগোর প্রাসাদে সাংবাদিকদের বলেন, ‘এটি অন্য কেউ হতে পারেন। এবং আমি এমন বিষয় জানি, যা অন্যরা জানেন না। কাজেই তাদের এতটা নিশ্চিত হওয়া উচিত নয়।…আমি চাই তারা নিশ্চিত হোক। কারণ, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ।’
অজানা কী বিষয় তিনি জানেন, তা জানতে চাইলে ট্রাম্পের জবাব, ‘মঙ্গল বা বুধবারেই আপনারা তা জানতে পারবেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

ওবামার ‘বহু পদক্ষেপ’ প্রথম দিনই বাতিল করবেন ট্রাম্প!

আপডেট সময় : ০১:০৫:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘বহু পদক্ষেপ’ ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বাতিল করে দিতে চান হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পরিকল্পনার কথা গত রোববার আগাম জানিয়ে দিয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্পের প্রেস সেক্রেটারি হতে চলা শান স্পাইসার।
মার্কিন টেলিভিশন এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে শান স্পাইসার বলেন, বিগত আট বছরে মার্কিন প্রশাসনের নেওয়া যেসব কর্মকাণ্ডের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন ‘বহু আইন ও পদক্ষেপ’ ট্রাম্প তাৎক্ষণিকভাবে বাতিল করে দেবেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প দুটি পদক্ষেপ নেবেন, যার একটি হবে এটি। তবে ওবামার কোন নির্বাহী আদেশ ট্রাম্প বাতিল করবেন, তা নির্দিষ্ট করে বলেননি স্পাইসার।
অভিবাসন, জ্বালানি ও বৈদেশিক নীতি বিষয়ে বারাক ওবামার পদক্ষেপের বরাবরই কঠোর সমালোচক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাই ধারণা করা হয়, সেসব পদক্ষেপ বাতিল করার উপায় ট্রাম্প খুঁজতেই পারেন।
স্পাইসার বলেন, ট্রাম্প ওয়াশিংটনে নতুন এক ধাঁচ আনার জন্য সংস্কারকাজ শুরু করবেন। তাঁর সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর যাতে তাঁর প্রশাসনের সদস্যরা লবিস্ট বা তদবিরকারী হতে না পারেন, সে জন্য বিধিনিষেধ আরোপ করা হবে।
হ্যাকিংয়ের ‘ভেতরের খবর’ জানেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হ্যাকিং নিয়ে ভেতরকার তথ্য জানেন। মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরিতে রাশিয়া কলকাঠি নেড়েছে—এমন অভিযোগের বিষয়ে আবারও সংশয় প্রকাশ করে গত শনিবার ট্রাম্প বলেন, অন্যদের ঘাটতির বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে এবং এ সপ্তাহেই তিনি তা প্রকাশ করবেন।
নববর্ষের আগের দিন ডোনাল্ড ট্রাম্প নিজের মারালাগোর প্রাসাদে সাংবাদিকদের বলেন, ‘এটি অন্য কেউ হতে পারেন। এবং আমি এমন বিষয় জানি, যা অন্যরা জানেন না। কাজেই তাদের এতটা নিশ্চিত হওয়া উচিত নয়।…আমি চাই তারা নিশ্চিত হোক। কারণ, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ।’
অজানা কী বিষয় তিনি জানেন, তা জানতে চাইলে ট্রাম্পের জবাব, ‘মঙ্গল বা বুধবারেই আপনারা তা জানতে পারবেন।’