শিরোনাম :
Logo জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল Logo তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ Logo আফগান সীমান্তে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Logo ইসরাইলি হামলায় ১৫ জন নিহত: সিভিল ডিফেন্স Logo ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা Logo মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার Logo নিউজের জন্য কমেন্ট নিতে গেলে বলেন ‘লিখিত দাও’, ফোন দিলে ধরেন পিএস,’জবি রেজিস্ট্রার’ Logo কচুয়ায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রদের করুন মৃত্যু Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান ও হাফিজুর Logo বউ পেটানোর শীর্ষে বরিশাল

উন্নত সংস্কৃতি চর্চায় ছেলে-মেয়েদের বড় করতে চাই: শিক্ষামন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০১:০২ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুস্থ ও উন্নত সংস্কৃতির মধ্যে আমাদের ছেলে-মেয়েদের বড় করতে চাই। একই সাথে বিজ্ঞানচর্চাও বাড়াতে হবে। বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন।

গত শুক্রবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির ফলে তা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এখন সবক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের একটি বড় অগ্রগতি।

তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। দেশপ্রেমে উজ্জীবিত নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে হবে।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞান লেখক ড. রেজাউর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রথম স্থান এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান বিজয়ী চারটি দলকে পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় ৬৪টি জেলার ৫২০ স্কুল বিভিন্ন পর্যায়ে অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

উন্নত সংস্কৃতি চর্চায় ছেলে-মেয়েদের বড় করতে চাই: শিক্ষামন্ত্রী !

আপডেট সময় : ০৫:০১:০২ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুস্থ ও উন্নত সংস্কৃতির মধ্যে আমাদের ছেলে-মেয়েদের বড় করতে চাই। একই সাথে বিজ্ঞানচর্চাও বাড়াতে হবে। বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন।

গত শুক্রবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির ফলে তা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এখন সবক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজের একটি বড় অগ্রগতি।

তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। দেশপ্রেমে উজ্জীবিত নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করতে হবে।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞান লেখক ড. রেজাউর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রথম স্থান এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান বিজয়ী চারটি দলকে পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় ৬৪টি জেলার ৫২০ স্কুল বিভিন্ন পর্যায়ে অংশ নেয়।