শিরোনাম :
Logo নারী সংস্কার কমিশন নির্দিষ্ট মতাদর্শিক বয়ানে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন Logo নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে : ফারুক Logo সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী যারা Logo আরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার Logo প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা Logo যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত Logo দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের Logo ফের গাছ কেটে ভবনের আয়োজন Logo রাবি প্রেসক্লাবের দায়িত্বে মাহিন-মিশন Logo প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৭:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এম এ বারী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তাকে শিক্ষকতার অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে নিয়োগ দেওয়ার পরই এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক বারী এ পদে বহাল থাকবেন। এর আগে ২০০৯ সাল থেকে পরবর্তী চার বছর তিনি রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

দায়িত্বে যোগদানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত রেজিস্ট্রারকে অভিনন্দন জানান। এ সময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রফেসর এম এ বারী ১৯৫৩ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ১৯৭৪ সালে মাস্টার্স ডিগ্রি এবং ১৯৮৯ সালে ইসলামি শিল্পকলা ও স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অনার্স পরীক্ষায় তিনি বিভাগে প্রথম স্থান ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি লাভ করেন।

১৯৮১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। বিভিন্ন সময়ে তিনি বিভাগীয় সভাপতি, অনুষদ ও শিক্ষা পরিষদ, সিনেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, আইবিএস পরিচালনা পর্ষদ ও বরেন্দ্র গবেষণা জাদুঘর উপদেষ্টা পরিষদ সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী ইউনিভার্সিটি স্টাডিজ ও আইবিএস জার্নাল সম্পাদনা পরিষদ সদস্যের দায়িত্বও পালন করেন। তার বেশকিছু গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

এদিকে একই দিনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাড়াও ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমান যোগদান করেছেন। শিক্ষকতার অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্য তাকে এ পদে নিয়োগ দেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মজিবুর এ পদে বহাল থাকবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী সংস্কার কমিশন নির্দিষ্ট মতাদর্শিক বয়ানে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলন

রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী !

আপডেট সময় : ০২:১৭:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এম এ বারী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তাকে শিক্ষকতার অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে নিয়োগ দেওয়ার পরই এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক বারী এ পদে বহাল থাকবেন। এর আগে ২০০৯ সাল থেকে পরবর্তী চার বছর তিনি রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

দায়িত্বে যোগদানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত রেজিস্ট্রারকে অভিনন্দন জানান। এ সময় দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রফেসর এম এ বারী ১৯৫৩ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ১৯৭৪ সালে মাস্টার্স ডিগ্রি এবং ১৯৮৯ সালে ইসলামি শিল্পকলা ও স্থাপত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অনার্স পরীক্ষায় তিনি বিভাগে প্রথম স্থান ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি লাভ করেন।

১৯৮১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৫ সালে প্রফেসর পদে উন্নীত হন। বিভিন্ন সময়ে তিনি বিভাগীয় সভাপতি, অনুষদ ও শিক্ষা পরিষদ, সিনেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, আইবিএস পরিচালনা পর্ষদ ও বরেন্দ্র গবেষণা জাদুঘর উপদেষ্টা পরিষদ সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি রাজশাহী ইউনিভার্সিটি স্টাডিজ ও আইবিএস জার্নাল সম্পাদনা পরিষদ সদস্যের দায়িত্বও পালন করেন। তার বেশকিছু গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

এদিকে একই দিনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাড়াও ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমান যোগদান করেছেন। শিক্ষকতার অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপাচার্য তাকে এ পদে নিয়োগ দেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মজিবুর এ পদে বহাল থাকবেন।