১৯ বিশ্ববিদ্যালয়ে ৩২ কোটি টাকা বরাদ্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪৮টি সাব-প্রজেক্টের অনুকূলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩২ কোটি ১৪ লাখ টাকার সাপ্লিমেন্টারি ফান্ড দিয়েছে।

গতকাল সোমবার ইউজিসি অডিটরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. মো. খালেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত।

ইউজিসি চেয়ারম্যান সাব-প্রজেক্ট ম্যানেজারদের (এসপিএম) প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সঠিক সময়ে যথাযথভাবে ব্যবহারের জন্য আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এ সময় ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাব-প্রজেক্ট ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১৯ বিশ্ববিদ্যালয়ে ৩২ কোটি টাকা বরাদ্দ !

আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭

নিউজ ডেস্ক:

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪৮টি সাব-প্রজেক্টের অনুকূলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩২ কোটি ১৪ লাখ টাকার সাপ্লিমেন্টারি ফান্ড দিয়েছে।

গতকাল সোমবার ইউজিসি অডিটরিয়ামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউজিসি সচিব ড. মো. খালেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত।

ইউজিসি চেয়ারম্যান সাব-প্রজেক্ট ম্যানেজারদের (এসপিএম) প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সঠিক সময়ে যথাযথভাবে ব্যবহারের জন্য আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এ সময় ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাব-প্রজেক্ট ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।