পার্টিতে নাচতে ৪ কোটি টাকার প্রস্তাব সানিকে!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৮:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শাহরুখ খানের আসন্ন ছবি ‘রইস’ মুক্তি পাবে নতুন বছরে। কিন্তু তার আগেই আলোচনায় ছবিটি। মূল কারণ, ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে অংশ নিয়েছেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন।

রইস ছবির ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে সানিকে। তার উপস্থিতি ছবিটিকে আরও জমকালোভাবে উপস্থাপন করতে সাহায্য করেছে নির্মাতাদের। আর হবে না-ই বা কেন! ‘লায়লা’ গানের জন্য সানিকে যে ৩.৫-৪ কোটি রুপির প্রস্তাব দিয়েছিলেন রাহুল ঢোলাকিয়া। সানির জনপ্রিয়তার জন্যই নাকি এরকমটা করেছেন রাহুল।

এদিকে আসন্ন ক্রিসমাস ও নিউ ইয়ার পার্টিতে এই ‘লায়লা’ গানটির সঙ্গে সানিকে নাচার প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি নামী হোটেল। লাইভ পারফরম্যান্সের জন্য যে অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে, তাতে অনেকেই অবাক হয়েছেন। পার্টিতে পারফর্ম করার জন্য সানিকে প্রায় ৪ কোটির প্রস্তাব দিয়েছে একটি হোটেল।

ক্রিসমাস ও নিউ ইয়ার্স পার্টিতে হরেকরকমের দর্শক উপস্থিত হন। এই ধরনের পার্টিতে আইটেম নাম্বার খুবই জনপ্রিয়। উৎসবের রাত রাঙিয়ে দেওয়ার জন্য যে টাকার প্রস্তাব পেয়েছেন সানি তাতে এটাই প্রমাণিত বিতর্ক যতই থাকুক, তিনি তার নিজের যোগ্যতায় জনপ্রিয়।

ট্যাগস :

পার্টিতে নাচতে ৪ কোটি টাকার প্রস্তাব সানিকে!

আপডেট সময় : ১২:৫৮:১৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

শাহরুখ খানের আসন্ন ছবি ‘রইস’ মুক্তি পাবে নতুন বছরে। কিন্তু তার আগেই আলোচনায় ছবিটি। মূল কারণ, ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম গানে অংশ নিয়েছেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন।

রইস ছবির ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে সানিকে। তার উপস্থিতি ছবিটিকে আরও জমকালোভাবে উপস্থাপন করতে সাহায্য করেছে নির্মাতাদের। আর হবে না-ই বা কেন! ‘লায়লা’ গানের জন্য সানিকে যে ৩.৫-৪ কোটি রুপির প্রস্তাব দিয়েছিলেন রাহুল ঢোলাকিয়া। সানির জনপ্রিয়তার জন্যই নাকি এরকমটা করেছেন রাহুল।

এদিকে আসন্ন ক্রিসমাস ও নিউ ইয়ার পার্টিতে এই ‘লায়লা’ গানটির সঙ্গে সানিকে নাচার প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি নামী হোটেল। লাইভ পারফরম্যান্সের জন্য যে অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে, তাতে অনেকেই অবাক হয়েছেন। পার্টিতে পারফর্ম করার জন্য সানিকে প্রায় ৪ কোটির প্রস্তাব দিয়েছে একটি হোটেল।

ক্রিসমাস ও নিউ ইয়ার্স পার্টিতে হরেকরকমের দর্শক উপস্থিত হন। এই ধরনের পার্টিতে আইটেম নাম্বার খুবই জনপ্রিয়। উৎসবের রাত রাঙিয়ে দেওয়ার জন্য যে টাকার প্রস্তাব পেয়েছেন সানি তাতে এটাই প্রমাণিত বিতর্ক যতই থাকুক, তিনি তার নিজের যোগ্যতায় জনপ্রিয়।