চাঁদপুরের কচুয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮মে) সকালে উপজেলা পরিষদে মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। এটি বাস্তবায়িত হয় এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান । সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি,আইসিটি অফিসার মোশাররফ হোসেন,একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা,উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার বিল্লাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখী করণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টিসহ বিভিন্ন কৃষি বিষয়ক মূখ্য আলোচনা করেন এবং অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।