শিরোনাম :
Logo জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল Logo তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ Logo আফগান সীমান্তে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর Logo ইসরাইলি হামলায় ১৫ জন নিহত: সিভিল ডিফেন্স Logo ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা Logo মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার Logo নিউজের জন্য কমেন্ট নিতে গেলে বলেন ‘লিখিত দাও’, ফোন দিলে ধরেন পিএস,’জবি রেজিস্ট্রার’ Logo কচুয়ায় পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রদের করুন মৃত্যু Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান ও হাফিজুর Logo বউ পেটানোর শীর্ষে বরিশাল

জিজ্ঞাসা: মাকামে মাহমুদের অর্থ কী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে
আমার নাম সুরাইয়া তালুকদার। আমি ঢাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সম্প্রতি আমি একটি নামাজ শিক্ষার বই কিনেছি। যাতে আজানের দোয়া ও তার অর্থ লেখা আছে। আজানের দোয়াতে মহানবী (সা.)-কে মাকামে মাহমুদ দান করার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন হলো, মাকামে মাহমুদের অর্থ ও ব্যাখ্যা কী?

প্রাজ্ঞ আলেমরা বলেন, কোরআনের আয়াত ও একাধিক হাদিস দ্বারা মাকামে মাহমুদ প্রমাণিত। এর শাব্দিক অর্থ সম্মানজনক অবস্থান। আর এর দ্বারা উদ্দেশ্য হলো শাফাআতে কুবরা বা বড় সুপারিশ। মাকামে মাহমুদ দ্বারা জান্নাতের বিশেষ কোনো স্তর উদ্দেশ্য নয়। হাদিসে এসেছে, হাশরের দিন হাশরবাসীর জন্য সর্বপ্রথম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সুপারিশ করবেন। তাঁর সুপারিশের মাধ্যমে পরকালে বিচারকার্য শুরু হবে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নিশ্চয়ই কিয়ামাতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবীর উম্মাত স্বীয় নবীর অনুসরণ করবে। তারা বলবে, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন। (কেউ সুপারিশ করতে চাইবেন না)। শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব নবী মুহাম্মাদ (সা.)-এর ওপর পড়বে। আর এ দিনেই আল্লাহ তাআলা তঁাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। (সহিহ বুখারি, হাদিস : ৪৭১৮)

হাদিস গবেষকরা বলেন, আল্লাহর কাছে সুপারিশ করার এই অধিকারই মাকামে মাহমুদ বা সুউচ্চ মর্যাদা। (ফাতহুল বারী ৮/২৫২)

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করবে, এটা তোমার এক অতিরিক্ত দায়িত্ব। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে (মাকামে মাহমুদে)।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭৯)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্মরণে ইবিতে দোয়া মাহফিল

জিজ্ঞাসা: মাকামে মাহমুদের অর্থ কী

আপডেট সময় : ০৯:১৫:৩১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫
আমার নাম সুরাইয়া তালুকদার। আমি ঢাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সম্প্রতি আমি একটি নামাজ শিক্ষার বই কিনেছি। যাতে আজানের দোয়া ও তার অর্থ লেখা আছে। আজানের দোয়াতে মহানবী (সা.)-কে মাকামে মাহমুদ দান করার কথা বলা হয়েছে। আমার প্রশ্ন হলো, মাকামে মাহমুদের অর্থ ও ব্যাখ্যা কী?

প্রাজ্ঞ আলেমরা বলেন, কোরআনের আয়াত ও একাধিক হাদিস দ্বারা মাকামে মাহমুদ প্রমাণিত। এর শাব্দিক অর্থ সম্মানজনক অবস্থান। আর এর দ্বারা উদ্দেশ্য হলো শাফাআতে কুবরা বা বড় সুপারিশ। মাকামে মাহমুদ দ্বারা জান্নাতের বিশেষ কোনো স্তর উদ্দেশ্য নয়। হাদিসে এসেছে, হাশরের দিন হাশরবাসীর জন্য সর্বপ্রথম রাসুলুল্লাহ (সা.)-এর কাছে সুপারিশ করবেন। তাঁর সুপারিশের মাধ্যমে পরকালে বিচারকার্য শুরু হবে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, নিশ্চয়ই কিয়ামাতের দিন লোকেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। প্রত্যেক নবীর উম্মাত স্বীয় নবীর অনুসরণ করবে। তারা বলবে, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন, হে অমুক (নবী)! আপনি সুপারিশ করুন। (কেউ সুপারিশ করতে চাইবেন না)। শেষ পর্যন্ত সুপারিশের দায়িত্ব নবী মুহাম্মাদ (সা.)-এর ওপর পড়বে। আর এ দিনেই আল্লাহ তাআলা তঁাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। (সহিহ বুখারি, হাদিস : ৪৭১৮)

হাদিস গবেষকরা বলেন, আল্লাহর কাছে সুপারিশ করার এই অধিকারই মাকামে মাহমুদ বা সুউচ্চ মর্যাদা। (ফাতহুল বারী ৮/২৫২)

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করবে, এটা তোমার এক অতিরিক্ত দায়িত্ব। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে (মাকামে মাহমুদে)।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭৯)

আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।