ঢাকায় এসে খুশি হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
আমনা বালুচ বলেন, বাংলাদেশে আতিথেয়তায় মুগ্ধ তিনি। আলোচনা ভালো হয়েছে। অন্যদিকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার।
এদিন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনায় ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ। অন্যদিকে, ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।