পবিত্র হজ উপলক্ষে সৌদি সরকার মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। ২৯ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞার আওতায় হজ পারমিট ছাড়া কোনও ব্যক্তি মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে প্রায় ২০ লাখ হজযাত্রী** সৌদি আরবে প্রবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল সমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা।
বিধিনিষেধ অনুযায়ী হজ পারমিট ছাড়া সৌদিতে অবস্থানরত প্রবাসীদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশ নিষিদ্ধ। কেবল জাতীয় পরিচয়পত্রে মক্কা-নিবাসী হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি, হজ পারমিটধারী এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ কর্মীরা মক্কায় প্রবেশ করতে পারবেন। হজ পারমিটের জন্য অ্যাবশের অথবা মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ২৯ এপ্রিল থেকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যু সাময়িকভাবে স্থগিত থাকবে, যা চলবে ১০ জুন পর্যন্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হজ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সেবাদাতা সংস্থাকে নতুন বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, “হজের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুশৃঙ্খল ও নিরাপদ হজের জন্য সবার সহযোগিতা অপরিহার্য।”