গান, কবিতা আর বর্ণাঢ্য শোভাযাত্রায় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। বৈশাখের এই উৎসবে বাঙালিদের সঙ্গে নেচে-গেয়ে অংশ নিচ্ছেন নানা দেশের পর্যটক ও বিদেশি শিক্ষার্থীরাও।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় উৎসবের মূল শোভাযাত্রা। এতে জাপান, ফ্রান্স, রাশিয়া ও জার্মানিসহ বিভিন্ন দেশের অতিথিদের অংশ নিতে দেখা যায়। অনেকেই বাঁশি বাজিয়ে, আবার কেউবা লাল-সাদা পোশাকে বাঙালিয়ানার ছোঁয়ায় মাতেন এই উৎসবে।
রাশিয়ার এক পর্যটক বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে দারুণ সংস্কৃতিক অভিজ্ঞতা। সবকিছু অসাধারণ। শুভ নববর্ষ।”
অন্য এক বিদেশি জানান, “বাঙালি সংস্কৃতির এমন প্রাণবন্ত উদযাপন সত্যিই চোখ ধাঁধানো। দারুণ লাগছে।”
এবারের আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় ২৮টি জাতিগোষ্ঠী, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। থাকছে ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ।
নববর্ষ ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, বৈশাখী উৎসব ঘিরে যেকোনো ধরনের অপপ্রচার ঠেকাতে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।