চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শহীদ মফিজ সড়কের ঢালী বাড়ির রাস্তা ও পানির লাইন এলাকার প্রভাবশালী একটি মহল বন্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিকল্প চলাচলের উপায় না থাকায় অবরুদ্ধ বাড়িতে বসবাস করছে মুক্তিযোদ্ধা পরিবারসহ স্থানীয় অন্তত ১০টি পরিবার। বাড়ি নির্মাণকালে রাস্তা থাকলেও হঠাৎ ২৩ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারগুলো।
এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসক ও পৌরসভায় প্রশাসক বরাবর ভুক্তভোগীদের পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বেলাল আহমেদ সর্দার। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টরা একটি সমাধানের আশ্বাস দিলেও এখনো বাস্তবে দেখা যায়নি।
ভুক্তভোগী শহীদ মফিজের ছোট ভাই বেলাল সর্দার জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে যাতায়াত করে। বাড়ির সবাই রাস্তাটি দিয়ে মাঠের ফসল বাড়িতে আনা-নেওয়াসহ চলাচল করেন। কিন্তু পার্শ্ববর্তী মোতালেব ছৈয়াল গং’রা ভুল পরিমাপ করে রাস্তাটি উত্তর পাশে খুটি বসিয়ে ইটের দেয়াল দিয়ে আমাদের দীর্ঘ ২৩ বছরের সর্বসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে রেখেছেন। যে কারণে ভোগান্তির মধ্যে দিন পার করছেন স্থানীয়রা। অন্যদিকে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ারও কোনো ব্যবস্থা নাই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রফেসর পাড়ার এলাকার ঢালী বাড়ির সরু একটি রাস্তার উপরে উঁচু দেয়াল। মই বেয়ে সেই উঁচু দেয়াল পার হয়ে বাড়িতে আসা-যাওয়া করছেন বাসিন্দারা। এভাবে দেয়াল টপকে, মই বেয়ে পারাপার হতে গিয়ে অনেকেই হয়েছেন আহত। শিশু থেকে বৃদ্ধা- বাড়ির বাইরে বের হতে হলেই দেয়াল টপকানো ছাড়া কোনো পথ নেই।
ওই এলাকার প্রতিবেশী রনি আহমেদ বলেন, রাস্তাঘাট প্রতিটি মানুষের নাগরিক অধিকার। পরিবারগুলো দীর্ঘদিন ধরে এই বাড়িতেই বসবাস করে আসছে। হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়া অন্যায় কাজ। আমরা চাই তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
উল্লেখ্য: ২০০২ সালে ঢালী বাড়ির পৌর নাগরিকরা চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শফিকুর রহমান ভূঁইয়ার কাছে রাস্তার আবেদন করলে জনগণকে পৌর সেবা দেওয়ার লক্ষ্যে বিএস (১৯০) খতিয়ানের মূল্যে ৬ ফুট পাশ রাস্তা করার জন্য ৪ ফুট মাটি ভরাট করে ৮৫ হাজার টাকা বরাদ্দে ঢালী বাড়ি পৌর নাগরিকের সেবা প্রদান করেন। এরপর থেকে ওই বাড়ির লোকজন এই রাস্তা দিয়েই চলাফেরা করে আসছেন।
ছবির ক্যাপশন: চাঁদপুর প্রফেসর পাড়া ঢালী বাড়িতে রাস্তা বন্ধ করে মোতালেব ছৈয়াল গং’রা ইটের দেয়াল দিয়ে প্রতিবেশীদের চলাচল বন্ধ করার অভিযোগ উঠেছে।