আমার নাম শাহীন আলম। আমি ঢাকার একটি বেসরকারি কোম্পানির বিক্রয়কর্মী। কোম্পানি আমাকে প্রতিটি পণ্য বিক্রির ক্ষেত্রে একটি মূল্য নির্ধারণ করে দেয়। কিন্তু আমি চাইলে নির্ধারিত মূল্যের চেয়ে আরো বেশি মূল্যে পণ্যগুলো বিক্রি করতে পারি। আমার জানার বিষয় হলো, কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করে অতিরিক্ত মুনাফাটুকু নিজে গ্রহণ করতে পারব?
প্রাজ্ঞ আলেমরা বলেন, বিক্রয়কর্মী কম্পানির নিযুক্তি ওয়াকিল বা প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্ব হলো তাকে যে নিযুক্ত করেছে তার নির্দেশনা অনুসারে কাজ করা। সুতরাং বিক্রয়কর্মীর জন্য কোম্পানির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করা বৈধ নয়। আর যদি কোম্পানি পণ্য নির্ধারণ করে দিয়ে না থাকে, তবে বিক্রয়কর্মী অধিক মূল্যে পণ্য বিক্রি করতে পারে। তবে উভয় অবস্থায় অতিরিক্ত মূল্য বা অর্থ কম্পানিই লাভ করবে। বিক্রয়কর্মীর জন্য তা গ্রহণ করা জায়েজ হবে না। কেননা বিক্রয়কর্মী মূলত কোম্পানির পক্ষ থেকে বিক্রয় করে এবং অর্জিত মুনাফার শতভাগ মালিকও কোম্পানি।
উরওয়া (রা.) বর্ণনা করেন, নবী কারিম (সা.) তাঁকে তাঁর জন্য একটি ছাগল কিনতে এক দিনার দেন। উরওয়া (রা.) এক দিনার দিয়ে তাঁর জন্য দুটি ছাগল কেনেন। তারপর একটি ছাগল এক দিনারে বিক্রি করে দেন এবং এক দীনার ও একটি ছাগল নিয়ে নবী (সা.)-এর কাছে উপস্থিত হন। তখন রাসুলুল্লাহ (সা.) তাঁর জন্য বরকতের দোয়া করেন। এরপর থেকে উরওয়া (রা.) মাটি কিনলে তাতে লাভবান হতেন। (সহিহ বুখারি, হাদিস : ৩৬৪৩)
এ ক্ষেত্রে উরওয়া (রা.) নবী (সা.)-এর নিযুক্ত ক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি ক্রয়-বিক্রয়ে লাভ করতে পেরেছিলেন। লাভটা ছিল নবী (সা.)-এর জন্য। লাভ যদি উরওয়া (রা.)-এর জন্য হত তাহলে নবী (সা.) তাা গ্রহণ করতেন না।
যদি কোম্পানি একটি মূল্য নির্ধারণ করে দিয়ে বলে আপনি বেশি দামে বিক্রি করলে লাভটা আপনার জন্য। তখন অতিরিক্ত মুনাফার মালিক হবে বিক্রয়কর্মী। (আল মুগনি : ৭/৩৬১)
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।