রেকর্ড গড়া জয় দিয়ে শুরু বাংলাদেশের

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই। আগে ব্যাট করতে নেমে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দেশের হয়ে দ্রুততম শতকে ৩ উইকেটে ২৭১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়ে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। তাতে ১৭৮ রানের রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে থাইল্যান্ড। জুটি ভেঙেছেন ফাহিমা খাতুন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই মেয়েরা। ফাহিমার সঙ্গে উইকেট তোলার মিছিলে যোগ দেন জান্নাতুল ফেরদৌস। একের পর এক উইকেট তুলে থাইল্যান্ডের ইনিংসকে গুঁড়িয়ে দেন দুজন। শেষমেশ ৯৩ রানের মাথাতে অলআউট হয়েছে থাইল্যান্ড। তাতে ১৭৮ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। টাইগ্রেসদের  ৫টি করে উইকেট নেন ফাতিমা ও জান্নাতুল।

এর আগে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, দলীয় ১৫ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। তবে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন সুপ্তা। তবে ৮২ বলে ৫৩ রান করে আউট হন পিংকি। উইকেটে আসেন অধিনায়ক জ্যোতি।

৭৮ বলে ১৫ চার ও এক ছক্কায় তুলে নেন বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে জ্যোতির ব্যাট থেকে আসে ৮০ বলে ১০১ রানের ইনিংস। জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সুপ্তা। ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। এর আগেও একবার সেঞ্চুরির দুয়ার থেকে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হন ঘরের মাঠে।

তৃতীয় উইকেটে সুপ্তা-জ্যোতি মিলে গড়েন ১৫২ রানের জুটি। যা তৃতীয় উইকেট তো বটেই, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের। ২০২৪ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৪৩ রানের জুটি এসেছিল পিংকি আর সুপ্তার ব্যাট থেকে।

থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৫২ রান। গত বছর মিরপুরে আইরিশদের বিপক্ষে ২৭ নভেম্বর এই রেকর্ড গড়ে বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেকর্ড গড়া জয় দিয়ে শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই। আগে ব্যাট করতে নেমে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দেশের হয়ে দ্রুততম শতকে ৩ উইকেটে ২৭১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়ে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। তাতে ১৭৮ রানের রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে থাইল্যান্ড। জুটি ভেঙেছেন ফাহিমা খাতুন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাই মেয়েরা। ফাহিমার সঙ্গে উইকেট তোলার মিছিলে যোগ দেন জান্নাতুল ফেরদৌস। একের পর এক উইকেট তুলে থাইল্যান্ডের ইনিংসকে গুঁড়িয়ে দেন দুজন। শেষমেশ ৯৩ রানের মাথাতে অলআউট হয়েছে থাইল্যান্ড। তাতে ১৭৮ রানের রেকর্ড জয় পায় বাংলাদেশ। টাইগ্রেসদের  ৫টি করে উইকেট নেন ফাতিমা ও জান্নাতুল।

এর আগে লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, দলীয় ১৫ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম। তবে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন সুপ্তা। তবে ৮২ বলে ৫৩ রান করে আউট হন পিংকি। উইকেটে আসেন অধিনায়ক জ্যোতি।

৭৮ বলে ১৫ চার ও এক ছক্কায় তুলে নেন বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে জ্যোতির ব্যাট থেকে আসে ৮০ বলে ১০১ রানের ইনিংস। জ্যোতি সেঞ্চুরি পেলেও ৬ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সুপ্তা। ৯৪ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। এর আগেও একবার সেঞ্চুরির দুয়ার থেকে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হন ঘরের মাঠে।

তৃতীয় উইকেটে সুপ্তা-জ্যোতি মিলে গড়েন ১৫২ রানের জুটি। যা তৃতীয় উইকেট তো বটেই, যেকোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ১৪৩ রানের। ২০২৪ সালের ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে ১৪৩ রানের জুটি এসেছিল পিংকি আর সুপ্তার ব্যাট থেকে।

থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৫২ রান। গত বছর মিরপুরে আইরিশদের বিপক্ষে ২৭ নভেম্বর এই রেকর্ড গড়ে বাংলাদেশ।