ইসরায়েল কর্তৃক গাজায় চলমান গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে নোবিপ্রবি প্রশাসন।
কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিরীহ জনগণের উপর ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আগামীকাল সোমবার, ৭ এপ্রিল ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
এছাড়াও, একই দিনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।