র্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩), পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।
এ ঘটনায় নুর মোহাম্মদ (৫০) নামে একজন পালিয়ে গেছে, যিনি এই অবৈধ পোশাক সরবরাহ চক্রের মূলহোতা বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা থেকে কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্পে আরাকান আর্মির পোশাক সরবরাহ করছে। এর ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টায় খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।