কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোষাকসহ আটক ৩

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৫৯:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের খুরুশকুল থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৩ মার্চ) বিকেলে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩),  পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।

এ ঘটনায় নুর মোহাম্মদ (৫০) নামে একজন পালিয়ে গেছে, যিনি এই অবৈধ পোশাক সরবরাহ চক্রের মূলহোতা বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা থেকে কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্পে আরাকান আর্মির পোশাক সরবরাহ করছে। এর ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টায় খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে— আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক, নগদ ৩৫ হাজার টাকা ছাড়াও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এই পোশাক তৈরি করে এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোষাকসহ আটক ৩

আপডেট সময় : ১১:৫৯:০৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
কক্সবাজারের খুরুশকুল থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২৩ মার্চ) বিকেলে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩),  পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।

এ ঘটনায় নুর মোহাম্মদ (৫০) নামে একজন পালিয়ে গেছে, যিনি এই অবৈধ পোশাক সরবরাহ চক্রের মূলহোতা বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা থেকে কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্পে আরাকান আর্মির পোশাক সরবরাহ করছে। এর ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টায় খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে— আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক, নগদ ৩৫ হাজার টাকা ছাড়াও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এই পোশাক তৈরি করে এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।