হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয় পার্শ্ববর্তী একটি হাসপাতালে। সেখানে ইসিজি করে বের হওয়ার সময় বড় ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।
সবশেষ জানা গেছে, তামিমের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে এনজিওগ্রাম শেষে তার হার্টে একটি রিং পরানো হয়েছে।
উল্লেখ্য, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয় তামিম ইকবালকে। হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ারে আনার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না তার অবস্থা সংকটাপন্ন হওয়ায়। তবে, এখন ডাক্তাররা জানিয়েছেন অবস্থা একটু উন্নতির দিকে।
বিসিবি পরিচালক ও মোহামেডানের শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম এবং মোহামেডানের ক্রিকেট ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন চিকিৎসকদের বরাতে জানান, তামিমের অবস্থা একটু উন্নতি হচ্ছে।
সাজ্জাদ হোসেন শিপন আরও জানিয়েছেন, তামিমের হার্টে একটি ব্লক শতভাগ। ওটাতে একটি রিং পরানো হয়েছে। ডাক্তাররা বলেছেন, এটা যদি কাজ করে তাহলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এখন আপাতত যন্ত্রের সাহায্যে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, রোজা রেখে ম্যাচটি খেলতে নামেন তামিম। পরে বুকে ব্যথা অনুভব করার পর পড়ে যান। একটি সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোক করেছেন। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার চেষ্টা করা হলেও অবস্থা বেশি ভালো না হওয়ায় সেই পরিকল্পনা বাদ দিয়ে তাকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।