শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

মেসিদের লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে
মেজর লিগ সকারে সবচেয়ে বেশি বেতন পান কোন ফুটবলার? এই প্রশ্নে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। অবলীলায় যে কেউ মেসির নামটি বলে দেবেন। কিন্তু যদি প্রশ্ন হয়, এই লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা? তবে উত্তরে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি।

পাঁচ ফুটবলারের প্রসঙ্গে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি কেন? এই লিগটিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। নামগুলো খুব পরিচিত, তারা একসঙ্গে লম্বা সময় খেলেছেন বার্সেলোনায়। সেরা পাঁচের তালিকায় যদি কেউ এই তিনজনের সবাইকে রাখেন, তবে উত্তর ভুলই।

সর্বোচ্চ বেতন পাওয়াদের সেরা পাঁচের মধ্যে ইন্টার মায়ামির দুই তারকা আছেন। একজন তো মেসি। অন্যজন কে? লুইস সুয়ারেজের কথা বলাই স্বাভাবিক। ইউরোপে মেসির সঙ্গে তার জুটিই তো সবচেয়ে বেশি আলোচিত। কিন্তু ইন্টার মায়ামিতে মেসির পর সবচেয়ে বেশি বেতন পান সার্জিও বুসকেটস। গোল ডটকমের তথ্যানুযায়ী, তার বেতনের পরিমাণ সপ্তাহে ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার, বছরে ৮৭ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। সুয়ারেজের বেতন প্রতি সপ্তাহে ২৮ হাজার ডলার।

মেসি প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার, বছরে ১ কোটি ৫৭ লাখ ডলার। মেজর লিগ সকারে সর্বোচ্চ বেতন পাওয়ার হিসাবে এরপরই আছেন টরন্টো এফসির লরেঞ্জ ইনসিনিয়ে। তিনি প্রতি সপ্তাহে পান ২ লাখ ৯৬ হাজার ডলার, এরপরই বুসকেটস।

তিনে আবার টরন্টো এফসি, দলটির ইতালিয়ান ফুটবলার ফেদেরিকো বারনারদেস্কির পেছনে খরচ ১ লাখ ২১ হাজার ডলার। নিউইর্য়ক রেড বুলস এমিল ফোর্সবার্গকে প্রতি সপ্তাহে দেয় ১ লাখ ১৬ হাজার ডলার।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

মেসিদের লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা

আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
মেজর লিগ সকারে সবচেয়ে বেশি বেতন পান কোন ফুটবলার? এই প্রশ্নে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। অবলীলায় যে কেউ মেসির নামটি বলে দেবেন। কিন্তু যদি প্রশ্ন হয়, এই লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া পাঁচ ফুটবলার কারা? তবে উত্তরে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি।

পাঁচ ফুটবলারের প্রসঙ্গে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বেশি কেন? এই লিগটিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। নামগুলো খুব পরিচিত, তারা একসঙ্গে লম্বা সময় খেলেছেন বার্সেলোনায়। সেরা পাঁচের তালিকায় যদি কেউ এই তিনজনের সবাইকে রাখেন, তবে উত্তর ভুলই।

সর্বোচ্চ বেতন পাওয়াদের সেরা পাঁচের মধ্যে ইন্টার মায়ামির দুই তারকা আছেন। একজন তো মেসি। অন্যজন কে? লুইস সুয়ারেজের কথা বলাই স্বাভাবিক। ইউরোপে মেসির সঙ্গে তার জুটিই তো সবচেয়ে বেশি আলোচিত। কিন্তু ইন্টার মায়ামিতে মেসির পর সবচেয়ে বেশি বেতন পান সার্জিও বুসকেটস। গোল ডটকমের তথ্যানুযায়ী, তার বেতনের পরিমাণ সপ্তাহে ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার, বছরে ৮৭ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। সুয়ারেজের বেতন প্রতি সপ্তাহে ২৮ হাজার ডলার।

মেসি প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৯৩ হাজার ডলার, বছরে ১ কোটি ৫৭ লাখ ডলার। মেজর লিগ সকারে সর্বোচ্চ বেতন পাওয়ার হিসাবে এরপরই আছেন টরন্টো এফসির লরেঞ্জ ইনসিনিয়ে। তিনি প্রতি সপ্তাহে পান ২ লাখ ৯৬ হাজার ডলার, এরপরই বুসকেটস।

তিনে আবার টরন্টো এফসি, দলটির ইতালিয়ান ফুটবলার ফেদেরিকো বারনারদেস্কির পেছনে খরচ ১ লাখ ২১ হাজার ডলার। নিউইর্য়ক রেড বুলস এমিল ফোর্সবার্গকে প্রতি সপ্তাহে দেয় ১ লাখ ১৬ হাজার ডলার।