শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

হঠাৎ ক্ষিপ্ত রিয়াল কোচ, দিলেন ম্যাচ বয়কটের হুমকি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি লা লিগার সূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। চ্যাম্পিয়নস লিগের ক্লান্তি না কাটতেই তাদের আবার লিগ ম্যাচ খেলতে হয়েছে, যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ম্যাচ পুনঃনির্ধারণের অনুরোধ উপেক্ষিত হওয়ায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৭২ ঘণ্টার বিশ্রাম না মিললে তার দল আর মাঠে নামবে না।

গত বুধবার (১৩ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা। দীর্ঘ ১২০ মিনিটের ধকল কাটানোর সময় না পেয়েই গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে লা লিগার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হয় এমবাপ্পেদের।

যদিও ভিয়ারিয়ালের মাঠ থেকে রিয়াল ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে মাদ্রিদে। তবে ম্যাচে ক্লান্তির ছাপ ফুটে ওঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে। ম্যাচ শেষে আনচেলত্তি স্পষ্টতই অসন্তুষ্ট কণ্ঠে বলেন, ‘৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া এটাই আমাদের শেষ ম্যাচ। এরপর আমরা এমন পরিস্থিতিতে আর খেলব না। লা লিগা কর্তৃপক্ষকে আমরা দুইবার সময় বদলের অনুরোধ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। তবে এটিই ছিল শেষবার।’

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি প্রয়োজন। তবে যেহেতু লা লিগার সূচি স্পেনের স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত হয় এবং ফিফা সরাসরি এসব ম্যাচের আয়োজক নয়, তাই অনেক সময় এ নিয়ম মানা হয় না।

রিয়াল মাদ্রিদের কোচের স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি ৭২ ঘণ্টার কম বিশ্রাম পায়, তাহলে দল আর মাঠে নামবে না। এখন দেখার বিষয়, লা লিগা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পরিবর্তন আনে কি না।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

হঠাৎ ক্ষিপ্ত রিয়াল কোচ, দিলেন ম্যাচ বয়কটের হুমকি

আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি লা লিগার সূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। চ্যাম্পিয়নস লিগের ক্লান্তি না কাটতেই তাদের আবার লিগ ম্যাচ খেলতে হয়েছে, যা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। ম্যাচ পুনঃনির্ধারণের অনুরোধ উপেক্ষিত হওয়ায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৭২ ঘণ্টার বিশ্রাম না মিললে তার দল আর মাঠে নামবে না।

গত বুধবার (১৩ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয় রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা। দীর্ঘ ১২০ মিনিটের ধকল কাটানোর সময় না পেয়েই গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে লা লিগার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হয় এমবাপ্পেদের।

যদিও ভিয়ারিয়ালের মাঠ থেকে রিয়াল ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে মাদ্রিদে। তবে ম্যাচে ক্লান্তির ছাপ ফুটে ওঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে। ম্যাচ শেষে আনচেলত্তি স্পষ্টতই অসন্তুষ্ট কণ্ঠে বলেন, ‘৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া এটাই আমাদের শেষ ম্যাচ। এরপর আমরা এমন পরিস্থিতিতে আর খেলব না। লা লিগা কর্তৃপক্ষকে আমরা দুইবার সময় বদলের অনুরোধ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। তবে এটিই ছিল শেষবার।’

ফিফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে দুই ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিরতি প্রয়োজন। তবে যেহেতু লা লিগার সূচি স্পেনের স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত হয় এবং ফিফা সরাসরি এসব ম্যাচের আয়োজক নয়, তাই অনেক সময় এ নিয়ম মানা হয় না।

রিয়াল মাদ্রিদের কোচের স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি ৭২ ঘণ্টার কম বিশ্রাম পায়, তাহলে দল আর মাঠে নামবে না। এখন দেখার বিষয়, লা লিগা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পরিবর্তন আনে কি না।