শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিতের পরই। এরই মধ্যে আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যার জন্য আজ শনিবার (৮ মার্চ) খেলার সময় সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে।

সিরিজটির মধ্যে এক বিশেষ মনোযোগ থাকবে দলের প্রস্তুতির দিকে, কারণ এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তি পুনরায় যাচাই করবে। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য পেলে, জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের টেস্ট ক্রিকেটের জন্য আরও উন্নতি ও প্রস্তুতি নিতে সক্ষম হবে।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

ঈদের পর আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

আপডেট সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিতের পরই। এরই মধ্যে আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। যার জন্য আজ শনিবার (৮ মার্চ) খেলার সময় সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে।

সিরিজটির মধ্যে এক বিশেষ মনোযোগ থাকবে দলের প্রস্তুতির দিকে, কারণ এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তি পুনরায় যাচাই করবে। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য পেলে, জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের টেস্ট ক্রিকেটের জন্য আরও উন্নতি ও প্রস্তুতি নিতে সক্ষম হবে।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের।