এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে রোজার ঈদের পর, এপ্রিলের প্রথম সপ্তাহে।
সিরিজটির মধ্যে এক বিশেষ মনোযোগ থাকবে দলের প্রস্তুতির দিকে, কারণ এই সিরিজের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেদের শক্তি পুনরায় যাচাই করবে। জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্য পেলে, জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের টেস্ট ক্রিকেটের জন্য আরও উন্নতি ও প্রস্তুতি নিতে সক্ষম হবে।
এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।