শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

সবচেয়ে বেশি আয় করা ১০ নারী ক্রীড়াবিদ কারা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে
মেয়েদের খেলায় দর্শক বাড়ার সাথে সাথে আয় বাড়ছে নারী ক্রীড়াবিদদেরও। বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের বেশির ভাগই টেনিসের। ক্রীড়া-বাণিজ্যবিষয়ক মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম স্পোর্টিকোর তথ্য বলছে, গত বছর সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৭ নারী ক্রীড়াবিদের ৫ জনই টেনিসের। বেশি আয় করা ক্রীড়াবিদদের মধ্যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ই বেশি।

২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ১৫ নারী খেলোয়াড়ের মোট আয় ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। ২০২৩ সালে অন্তত এক কোটি আয় করা নারী খেলোয়াড় ছিলেন ৬ জন, যা পরের বছর বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা তৈরি করেছে স্পোর্টিকো। হিসাবে নেওয়া হয়েছে খেলোয়াড়দের বেতন, প্রাইজমানি, সব ধরনের বোনাস (সাইনিং, প্লে–অফ, অলিম্পিক ও অন্যান্য), এনডোর্সমেন্ট (বিজ্ঞাপন, বাণিজ্য দূত ও অন্যান্য)।

কোকো গফ
যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ২০২৪ সালে আয় করেছেন ৩ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেতন ও প্রাইজমানি থেকে ৯৪ লাখ, বাকি ২ কোটি এনডোর্সমেন্ট থেকে। ২০ বছর বয়সী গফের এই এনডোর্সমেন্টের বেশির ভাগ এসেছে বোস্টনভিত্তিক ব্র্যান্ড রেডিডের সঙ্গে চুক্তির মাধ্যমে। ১৪ বছর বয়সে নিউ ব্যালান্সের সঙ্গেও চুক্তি করেছিলেন গফ। এবার নিউ ব্যালান্স তাঁর নামে সিগনেচার সু বাজারে ছেড়েছে। ইউপিএস, হেড, বারিল্লা, বেকার টিলি, বোস ও রোলেক্সের সঙ্গেও স্পনসর চুক্তি আছে গফের।

এইলিন গু
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফ্রিস্টাইল স্কিয়ার এইলিন গু ২০১৯ থেকে চীনের হয়ে খেলা শুরু করেন। সেখানে তাঁর মায়ের জন্ম। ২০২৪ সালে এইলিনের আয় ২ কোটি ২১ লাখ ডলার। ২১ বছর বয়সী এ তারকা শুধু এনডোর্সমেন্ট থেকেই আয় করেছেন ২ কোটি ২০ লাখ ডলার। প্রাইজমানি থেকে পেয়েছেন আরও ৬২ হাজার ডলার। কমপক্ষে ২০টি ব্র্যান্ডের সঙ্গে স্পনসর চুক্তি আছে এইলিনের। ইনস্টাইল, মেরি ক্লেয়ার ও ভোগের চীনা সংস্করণে কভার কন্যাও হয়েছেন।

ইগা সিওনতেক
পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিওনতেকের ২০২৪ সালে আয় করেন ২ কোটি ১৪ লাখ ডলার। প্রাইজমানি থেকে পেয়েছেন ৮৪ লাখ ডলার এবং এনডোর্সমেন্ট থেকে তাঁর আয় ১ কোটি ৩০ লাখ ডলার। গত বছর ফ্রেঞ্চ ওপেন জেতেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় হয়ে বছর শেষ করা সিওনতেক। গত নভেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক মাস নিষিদ্ধ হয়েছিলেন।

ঝেং কিনওয়েন
চীনের টেনিস খেলোয়াড় ঝেং কিনওয়েন ২০২৪ সালে ২ কোটি ৬ লাখ ডলার আয় করেন। প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৫৬ লাখ ডলার। এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ১ কোটি ৫০ লাখ ডলার। এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা কিনওয়েন র‌্যাঙ্কিংয়ে পঞ্চম। নাইকি, ল্যানকম, গ্যাটোরেড, উইলসন, রোলেক্সের মতো নামীদামি ব্র্যান্ডের সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে তাঁর।

আরিনা সাবালেঙ্কা
বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা ২০২৪ সালে ১ কোটি ৭৭ লাখ ডলার আয় করেন। তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী এ তারকা এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ৮০ লাখ ডলার। প্রাইজমানি হিসেবে আয় করেছেন ৯৭ লাখ ডলার। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জেতেন সাবালেঙ্কা।

নাওমি ওসাকা
চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা গত বছর ১ কোটি ৫৯ লাখ ডলার আয় করেন। প্রাইজমানি হিসেবে আয় করেন ৮ লাখ ৭০ হাজার ডলার। এনডোর্সমেন্ট থেকে ১ কোটি ৫০ লাখ ডলার পেয়েছেন ২৭ বছর বয়সী ওসাকা। নাইকি, লুইস ভুটন, প্যানাসনিক, বিটসের মতো ব্র্যান্ডের সঙ্গে স্পনসর চুক্তি আছে তাঁর।

এমা রাদুকানু
চোট কাটিয়ে এ বছর ডব্লিউটিএ ট্যুরে ফেরেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। গত বছর তাঁর মোট আয় ১ কোটি ৪৭ লাখ ডলার। ১ কোটি ৪০ লাখ ডলার পেয়েছেন এনডোর্সমেন্ট থেকে। প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৬ লাখ ৭১ হাজার ডলার। র‌্যাঙ্কিংয়ে নেমে যাওয়ায় নাইকি থেকে তাঁর আয় কমলেও এইচএসবিসি, টিফানি, ব্রিটিশ এয়ারওয়েজ, ডিওর ও পোরশের সঙ্গে স্পনসর চুক্তি আছে রাদুকানুর।

নেলি কোরদা
যুক্তরাষ্ট্রের এ গলফার ২০২৪ সালে ১ কোটি ৪৪ লাখ ডলার আয় করেন। এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ১ কোটি ডলার। প্রাইজমানি হিসেবে পেয়েছেন বাকি ৪৪ লাখ ডলার। টি-মোবাইলের সঙ্গে স্পনসর চুক্তি আছে কোরদার।

সিমোন বাইলস
ইতিহাসের সবচেয়ে সফল জিমন্যাস্ট সিমোন বাইলস গত বছর ১ কোটি ১১ লাখ ডলার আয় করেন। ১ কোটি ১০ লাখ ডলার পেয়েছেন এনডোর্সমেন্ট থেকে। ১ লাখ ৩৫ হাজার ডলার পেয়েছেন প্রাইজমানি হিসেবে। অ্যাথলেট, এলি লিলি, ভিসা, নুলোর সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে বাইলসের।

কেইটলিন ক্লার্ক
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেইটলিন ক্লার্ক ২০২৪ সালে ১ কোটি ১১ লাখ ডলার আয় করেন। এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ১ কোটি ১০ লাখ ডলার। বেতন-বোনাস হিসেবে পেয়েছেন বাকি এক লাখ ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

সবচেয়ে বেশি আয় করা ১০ নারী ক্রীড়াবিদ কারা

আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
মেয়েদের খেলায় দর্শক বাড়ার সাথে সাথে আয় বাড়ছে নারী ক্রীড়াবিদদেরও। বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের বেশির ভাগই টেনিসের। ক্রীড়া-বাণিজ্যবিষয়ক মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম স্পোর্টিকোর তথ্য বলছে, গত বছর সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৭ নারী ক্রীড়াবিদের ৫ জনই টেনিসের। বেশি আয় করা ক্রীড়াবিদদের মধ্যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ই বেশি।

২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ১৫ নারী খেলোয়াড়ের মোট আয় ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। ২০২৩ সালে অন্তত এক কোটি আয় করা নারী খেলোয়াড় ছিলেন ৬ জন, যা পরের বছর বেড়ে দাঁড়িয়েছে ১১-তে। বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা তৈরি করেছে স্পোর্টিকো। হিসাবে নেওয়া হয়েছে খেলোয়াড়দের বেতন, প্রাইজমানি, সব ধরনের বোনাস (সাইনিং, প্লে–অফ, অলিম্পিক ও অন্যান্য), এনডোর্সমেন্ট (বিজ্ঞাপন, বাণিজ্য দূত ও অন্যান্য)।

কোকো গফ
যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ২০২৪ সালে আয় করেছেন ৩ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেতন ও প্রাইজমানি থেকে ৯৪ লাখ, বাকি ২ কোটি এনডোর্সমেন্ট থেকে। ২০ বছর বয়সী গফের এই এনডোর্সমেন্টের বেশির ভাগ এসেছে বোস্টনভিত্তিক ব্র্যান্ড রেডিডের সঙ্গে চুক্তির মাধ্যমে। ১৪ বছর বয়সে নিউ ব্যালান্সের সঙ্গেও চুক্তি করেছিলেন গফ। এবার নিউ ব্যালান্স তাঁর নামে সিগনেচার সু বাজারে ছেড়েছে। ইউপিএস, হেড, বারিল্লা, বেকার টিলি, বোস ও রোলেক্সের সঙ্গেও স্পনসর চুক্তি আছে গফের।

এইলিন গু
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফ্রিস্টাইল স্কিয়ার এইলিন গু ২০১৯ থেকে চীনের হয়ে খেলা শুরু করেন। সেখানে তাঁর মায়ের জন্ম। ২০২৪ সালে এইলিনের আয় ২ কোটি ২১ লাখ ডলার। ২১ বছর বয়সী এ তারকা শুধু এনডোর্সমেন্ট থেকেই আয় করেছেন ২ কোটি ২০ লাখ ডলার। প্রাইজমানি থেকে পেয়েছেন আরও ৬২ হাজার ডলার। কমপক্ষে ২০টি ব্র্যান্ডের সঙ্গে স্পনসর চুক্তি আছে এইলিনের। ইনস্টাইল, মেরি ক্লেয়ার ও ভোগের চীনা সংস্করণে কভার কন্যাও হয়েছেন।

ইগা সিওনতেক
পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিওনতেকের ২০২৪ সালে আয় করেন ২ কোটি ১৪ লাখ ডলার। প্রাইজমানি থেকে পেয়েছেন ৮৪ লাখ ডলার এবং এনডোর্সমেন্ট থেকে তাঁর আয় ১ কোটি ৩০ লাখ ডলার। গত বছর ফ্রেঞ্চ ওপেন জেতেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় হয়ে বছর শেষ করা সিওনতেক। গত নভেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক মাস নিষিদ্ধ হয়েছিলেন।

ঝেং কিনওয়েন
চীনের টেনিস খেলোয়াড় ঝেং কিনওয়েন ২০২৪ সালে ২ কোটি ৬ লাখ ডলার আয় করেন। প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৫৬ লাখ ডলার। এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ১ কোটি ৫০ লাখ ডলার। এবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা কিনওয়েন র‌্যাঙ্কিংয়ে পঞ্চম। নাইকি, ল্যানকম, গ্যাটোরেড, উইলসন, রোলেক্সের মতো নামীদামি ব্র্যান্ডের সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে তাঁর।

আরিনা সাবালেঙ্কা
বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা ২০২৪ সালে ১ কোটি ৭৭ লাখ ডলার আয় করেন। তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী এ তারকা এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ৮০ লাখ ডলার। প্রাইজমানি হিসেবে আয় করেছেন ৯৭ লাখ ডলার। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জেতেন সাবালেঙ্কা।

নাওমি ওসাকা
চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা গত বছর ১ কোটি ৫৯ লাখ ডলার আয় করেন। প্রাইজমানি হিসেবে আয় করেন ৮ লাখ ৭০ হাজার ডলার। এনডোর্সমেন্ট থেকে ১ কোটি ৫০ লাখ ডলার পেয়েছেন ২৭ বছর বয়সী ওসাকা। নাইকি, লুইস ভুটন, প্যানাসনিক, বিটসের মতো ব্র্যান্ডের সঙ্গে স্পনসর চুক্তি আছে তাঁর।

এমা রাদুকানু
চোট কাটিয়ে এ বছর ডব্লিউটিএ ট্যুরে ফেরেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু। গত বছর তাঁর মোট আয় ১ কোটি ৪৭ লাখ ডলার। ১ কোটি ৪০ লাখ ডলার পেয়েছেন এনডোর্সমেন্ট থেকে। প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৬ লাখ ৭১ হাজার ডলার। র‌্যাঙ্কিংয়ে নেমে যাওয়ায় নাইকি থেকে তাঁর আয় কমলেও এইচএসবিসি, টিফানি, ব্রিটিশ এয়ারওয়েজ, ডিওর ও পোরশের সঙ্গে স্পনসর চুক্তি আছে রাদুকানুর।

নেলি কোরদা
যুক্তরাষ্ট্রের এ গলফার ২০২৪ সালে ১ কোটি ৪৪ লাখ ডলার আয় করেন। এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ১ কোটি ডলার। প্রাইজমানি হিসেবে পেয়েছেন বাকি ৪৪ লাখ ডলার। টি-মোবাইলের সঙ্গে স্পনসর চুক্তি আছে কোরদার।

সিমোন বাইলস
ইতিহাসের সবচেয়ে সফল জিমন্যাস্ট সিমোন বাইলস গত বছর ১ কোটি ১১ লাখ ডলার আয় করেন। ১ কোটি ১০ লাখ ডলার পেয়েছেন এনডোর্সমেন্ট থেকে। ১ লাখ ৩৫ হাজার ডলার পেয়েছেন প্রাইজমানি হিসেবে। অ্যাথলেট, এলি লিলি, ভিসা, নুলোর সঙ্গে স্পনসর চুক্তি রয়েছে বাইলসের।

কেইটলিন ক্লার্ক
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেইটলিন ক্লার্ক ২০২৪ সালে ১ কোটি ১১ লাখ ডলার আয় করেন। এনডোর্সমেন্ট থেকে পেয়েছেন ১ কোটি ১০ লাখ ডলার। বেতন-বোনাস হিসেবে পেয়েছেন বাকি এক লাখ ডলার।