বীমার প্রবৃদ্ধি হ্রাসের কারণ জানালেন সংশ্লিষ্টরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বীমার প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হিসেবে বেশকিছু সমস্যার কথা জানিয়েছেন বীমা সংশ্লিষ্টরা।
গতকাল রোববার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) উদ্যোগে বিআইএয়ের সম্মেলন কক্ষে ‘বীমা শিল্পে সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব সমস্যার কথা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বীমার প্রবৃদ্ধি কম হওয়ার কারণ দক্ষ জনশক্তির অভাব, ইমেজ সংকট, নৈতিকতার অভাব, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ এবং প্রচারের অভাব।
আলোচনা সভার প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. ইউনুসুর রহমান বলেন, বীমা খাতের বিকাশে সরকারের আগ্রহ আছে। এজন্য প্রয়োজনীয় নীতিমালা, বীমা সংক্রান্ত আইন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে বীমা শিল্পের অবদান অতি নগণ্য।
অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য যুবের আহমেদ খানসহ দেশের সব বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীমার প্রবৃদ্ধি হ্রাসের কারণ জানালেন সংশ্লিষ্টরা !

আপডেট সময় : ১২:৫১:৫৯ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বীমার প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হিসেবে বেশকিছু সমস্যার কথা জানিয়েছেন বীমা সংশ্লিষ্টরা।
গতকাল রোববার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) উদ্যোগে বিআইএয়ের সম্মেলন কক্ষে ‘বীমা শিল্পে সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব সমস্যার কথা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বীমার প্রবৃদ্ধি কম হওয়ার কারণ দক্ষ জনশক্তির অভাব, ইমেজ সংকট, নৈতিকতার অভাব, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ এবং প্রচারের অভাব।
আলোচনা সভার প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. ইউনুসুর রহমান বলেন, বীমা খাতের বিকাশে সরকারের আগ্রহ আছে। এজন্য প্রয়োজনীয় নীতিমালা, বীমা সংক্রান্ত আইন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে বীমা শিল্পের অবদান অতি নগণ্য।
অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য যুবের আহমেদ খানসহ দেশের সব বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।