নিউজ ডেস্ক:
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় বোরো ধানের পোকা দমনে পার্চিং উৎসব পালিত হয়েছে। বিষ প্রয়োগ না করে পাখি বসার ব্যবস্থায় ধান ক্ষেতে বাঁশের কঞ্চি স্থাপন করে পোকা দমনের এ কৌশলকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের উদ্বুদ্ধ করণে এ উৎসব পালিত হয়।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বাগাতিপাড়া পৌরসভা ব্লকের সোনাপাতিল এলাকায় চাষী আব্দুস সামাদের ক্ষেতে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। এতে বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তি রাণী, ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম, পরিবার পরিকল্পনা অফিসার খাদেমুল ইসলামসহ উপসহকারী কৃষিকর্তা, স্থানীয় কৃষক ও সূধীজন অংশ নেন।
কৃষি অফিসার মোমরেজ আলী জানান, পার্চিং পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধানের পোকা নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে জমিতে পুঁতে রাখা লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চিতে ফিঙ্গেসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। এ পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে ক্ষতিকর মাজরা পোকার আক্রমণ হয় না। ফসলের উৎপাদন খরচ কমে যায়। বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দূষণ হয় না। আর্থিকভাবেও কৃষক লাভবান হয়।





















































