সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের অভিযোগে আলী হোসেন (২১) নামে এক যুবককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, সোমবার সকালে আলী হোসেন নামে এক যুবক উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁস করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।























































