শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

মাদকের বিরূদ্ধে সংবাদ প্রকাশ ইফটিজিং এর শিকার “দৈনিক মাতৃছায়া”প্রত্রিকার নারী সাংবাদিক আফরোজার তুরাগ থানায় সাধারন ডায়রী দায়ের।

  • আপডেট সময় : ১০:৫৮:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান।

ঢাকার তুরাগ থানার আওতাধীন মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের হাতে সাংবাদিক আফরোজা সুলতানা ইফটিজিংর শিকার হয়ে গত ২৪ ডিসেম্বর রবিবার তুরাগ থানায় সাধারন ডায়রী (জিডি) করেন যাহার জিডি নং ৯৯৪

এ বিষয় জিডি সূত্রে জানাযায়, সাংবাদিক আফরোজা সুলতানা নম্র-ভদ্র একজন সহজ সরল প্রকৃতির মানুষ, তিনি দৈনিক মাতৃ ছায়া প্রত্রিকার চীফ মার্কেটিং হিসেবে কাজ করেনদীর্ঘদিন যাব পেশাগত দায়িত্ব পালনকালে মাদকের বিরূদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আফরোজাকে বাউনিয়া এলাকার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হুমকি ধামকি ও বিভিন্ন সময় চলার পথে অকথ্য ভাষায় গালিগালাজ ও ইফটিজিং করে আসছিলো সাংবাদিক আফরোজা তাদের কে ভদ্র ভাষায় বুঝালেও তাতে কোন লাভ না হওয়ায় একপর্যায় তুরাগ থানায় একটি সাধারন ডায়েরি করে আমাকে বিবাদীগন প্রত্যাহ কুপ্রস্তাব দিয়া আসছিল মাদক ব্যবসায়ীরা আফরোজা কে তাদের সাথে হাত মিলাইতে বলে, না হয় এলাকা ছেড়ে চলে যেতে বলে কারন সাংবাদিক আফরোজা এলাকায় থাকলে তারা নারি ও ইয়াবার ব্যবসা চালাতে পারছেনাসাংবাদিক আফরোজা সুলতানার আসা যাওয়ার পথে বখাটে, ইয়াবা ব্যবসায়ীরা ১০- ১৫ জন সঙ্গবদ্ধ ভাবে বসে থাকেনকখন আফরোজাকে নাজেহাল অপমান, অপদস্থ করবে এবং সবসময় মোবাইল ফোনে মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছে

আফরোজা যে বাসায় ভাড়া থাকে ওই বাসার বাড়িওয়ালাকেও হুমকি দিচ্ছে আফরোজাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের হুমকিতে বাড়িওয়ালা মাদক ব্যবসায়ীদের ভয়ে আফরোজাকে অন্যত্র বাসা দেখতে বলেনআফরোজা একজন বাংলাদেশের সচেতন নাগরিকএকজন পেশাজীবী সাংবাদিকএবং দুইবার সাংবাদিকতা পেশায় পদক প্রাপ্ত এ বিষয় আফরোজা আরও জানান , আমি দেশের কাজে মানুষের কাজে জীবন বাজী রেখে সাংবাদিকতা মহান পেশা হিসেবে বেছে নিয়েছেএটাই কি আমার অপরাধ?আফরোজা সাংবাদিক ভাইদের কাছে ও প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে

এ বিষয় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ‘র নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তীব্রনিন্দা সহ ঐ সমস্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছে।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

মাদকের বিরূদ্ধে সংবাদ প্রকাশ ইফটিজিং এর শিকার “দৈনিক মাতৃছায়া”প্রত্রিকার নারী সাংবাদিক আফরোজার তুরাগ থানায় সাধারন ডায়রী দায়ের।

আপডেট সময় : ১০:৫৮:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান।

ঢাকার তুরাগ থানার আওতাধীন মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের হাতে সাংবাদিক আফরোজা সুলতানা ইফটিজিংর শিকার হয়ে গত ২৪ ডিসেম্বর রবিবার তুরাগ থানায় সাধারন ডায়রী (জিডি) করেন যাহার জিডি নং ৯৯৪

এ বিষয় জিডি সূত্রে জানাযায়, সাংবাদিক আফরোজা সুলতানা নম্র-ভদ্র একজন সহজ সরল প্রকৃতির মানুষ, তিনি দৈনিক মাতৃ ছায়া প্রত্রিকার চীফ মার্কেটিং হিসেবে কাজ করেনদীর্ঘদিন যাব পেশাগত দায়িত্ব পালনকালে মাদকের বিরূদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আফরোজাকে বাউনিয়া এলাকার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হুমকি ধামকি ও বিভিন্ন সময় চলার পথে অকথ্য ভাষায় গালিগালাজ ও ইফটিজিং করে আসছিলো সাংবাদিক আফরোজা তাদের কে ভদ্র ভাষায় বুঝালেও তাতে কোন লাভ না হওয়ায় একপর্যায় তুরাগ থানায় একটি সাধারন ডায়েরি করে আমাকে বিবাদীগন প্রত্যাহ কুপ্রস্তাব দিয়া আসছিল মাদক ব্যবসায়ীরা আফরোজা কে তাদের সাথে হাত মিলাইতে বলে, না হয় এলাকা ছেড়ে চলে যেতে বলে কারন সাংবাদিক আফরোজা এলাকায় থাকলে তারা নারি ও ইয়াবার ব্যবসা চালাতে পারছেনাসাংবাদিক আফরোজা সুলতানার আসা যাওয়ার পথে বখাটে, ইয়াবা ব্যবসায়ীরা ১০- ১৫ জন সঙ্গবদ্ধ ভাবে বসে থাকেনকখন আফরোজাকে নাজেহাল অপমান, অপদস্থ করবে এবং সবসময় মোবাইল ফোনে মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছে

আফরোজা যে বাসায় ভাড়া থাকে ওই বাসার বাড়িওয়ালাকেও হুমকি দিচ্ছে আফরোজাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের হুমকিতে বাড়িওয়ালা মাদক ব্যবসায়ীদের ভয়ে আফরোজাকে অন্যত্র বাসা দেখতে বলেনআফরোজা একজন বাংলাদেশের সচেতন নাগরিকএকজন পেশাজীবী সাংবাদিকএবং দুইবার সাংবাদিকতা পেশায় পদক প্রাপ্ত এ বিষয় আফরোজা আরও জানান , আমি দেশের কাজে মানুষের কাজে জীবন বাজী রেখে সাংবাদিকতা মহান পেশা হিসেবে বেছে নিয়েছেএটাই কি আমার অপরাধ?আফরোজা সাংবাদিক ভাইদের কাছে ও প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে

এ বিষয় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ‘র নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তীব্রনিন্দা সহ ঐ সমস্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছে।