ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সদর সাব-রেজিষ্টার মৃত্যুঞ্জয় শিকারী, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্নীতি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। পরে দুর্নীতি বিরোধী কার্টুণ প্রদর্শণ ও সাইকেল র্যালী বের কর হয়।
রবিবার
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ