নিউজ ডেস্ক:
দর্শন-সমাজ-সংস্কৃতি-সাহিত্য-শিল্পকলা-বিজ্ঞান চর্চ্চা কেন্দ্র “পাঠশালা”র উদ্যোগে এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এগলিনটন স্কোয়ার টরন্টো পাবলিক লাইব্রেরীতে এ আসর বসে।
সদ্য প্রয়াত “বৃক্ষসখা” নিসর্গবিদ দ্বিজেন শর্মাকে স্মরণের মধ্য দিয়ে আসর শুরু হয়। দ্বিজেন শর্মার কাজ ও জীবনের উপর বিস্তারিত আলোকপাত করেন তার দীর্ঘ সময়ে সারথী এবং অন্যতম আলোচিত গ্রন্থ “শ্যামলী নিসর্গে”র চিত্রকর গোপেশ মালাকার ও কবি আসাদ চৌধুরী।
কবি ও অনুবাদক পারভেজ চৌধুরী কানাডার সমকালীন কবিতা নিয়ে আলোচনা করেন এবং তার অনূদিত গ্রন্থ “কানাডার সমকালীন কবিতা” থেকে পাঠ করে শোনান। মনিস রফিক আলোচনা করেন অদ্বৈত মল্ল বর্মণ রচিত ধ্রুপদ সাহিত্য “তিতাস একটি নদীর নাম” নিয়ে।
অন্যান্যের মধ্যে আলোচনায় আরও অংশ নেন- সেরীন ফেরদৌস, খসরু চৌধুরী, পার্থ সারথি শিকদার, ফারহানা আজিম শিউলী,আকবর হোসেন ও এডলিন মালাকার। আসরে ৩৫ জন সাহিত্য ও শিল্পানুরাগী উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।