যে কারণে চলন্ত গাড়ির পিছনে ধাওয়া করে কুকুর !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কুকুররা নিজেদের এলাকা ভাগ করে রাখে। আস্তানায় ফেরার জন্য চিনে রাখে তার বাসস্থান ও আশেপাশের এলাকা।

অন্য এলাকা থেকে গাড়ি ঢুকলে অচেনা গন্ধ টের পায় কুকুররা। তাতেই বুঝতে পারে অচেনা কেউ তাদের এলাকায় ঢুকে পড়েছে। ঠিক সে কারণেই গাড়ির পিছনে ধাওয়া করে।

রাস্তা বা পাড়ার কুকুরের ক্ষেত্রেই কাজটি দেখা যায়। তবে এতে মানুষের উপকার বই অপকার নেই। কেননা এই কারণটি জেনে রাখলে, এলাকায় অচেনা কেউ যে ঢুকছে তা কুকুরের ধাওয়া করে দেখেই বুঝতে পারবে মানুষ। আর সতর্কবার্তা হিসেবে কুকুরের ডাক তো থাকলই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে কারণে চলন্ত গাড়ির পিছনে ধাওয়া করে কুকুর !

আপডেট সময় : ১২:০৩:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

কুকুররা নিজেদের এলাকা ভাগ করে রাখে। আস্তানায় ফেরার জন্য চিনে রাখে তার বাসস্থান ও আশেপাশের এলাকা।

অন্য এলাকা থেকে গাড়ি ঢুকলে অচেনা গন্ধ টের পায় কুকুররা। তাতেই বুঝতে পারে অচেনা কেউ তাদের এলাকায় ঢুকে পড়েছে। ঠিক সে কারণেই গাড়ির পিছনে ধাওয়া করে।

রাস্তা বা পাড়ার কুকুরের ক্ষেত্রেই কাজটি দেখা যায়। তবে এতে মানুষের উপকার বই অপকার নেই। কেননা এই কারণটি জেনে রাখলে, এলাকায় অচেনা কেউ যে ঢুকছে তা কুকুরের ধাওয়া করে দেখেই বুঝতে পারবে মানুষ। আর সতর্কবার্তা হিসেবে কুকুরের ডাক তো থাকলই।