বিজয়ী নারী উন্নয়ন সংস্থা উদ্যোগে পুরান বাজার ৩নং ওয়ার্ড দাসপাড়ায় কম্বল করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) পুরানবাজারের দাস পাড়ার বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিজয়ীর শীতের উষ্ণ ভালবাসার উপহার কম্বল বিতরন করেন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
এ সময় তিনি বলেন, প্রতি বছর গরিব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় কম সামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। পর্যায়ক্রমে অঞ্চলভেদে পুরো শীতেই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফোটবে সবার মুখে।
তিনি আরো বলেন, গত সপ্তাহে আমরা এই এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং শতাধিক কম্বল বিতরন করেছিলাম। কিন্তু আগত রোগীর সংখ্যা বেশী হওয়ায় সবাই কম্বল দিতে পারি নাই। তাই আজকে আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিয়ে আসি আর এলাকাবাসীর উষ্ণ ভালবাসা গ্রহন করি।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মিজানুর রহমান, এলাকার সুধীজনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।





















































