রবিবার | ২ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo বরিশালের প্রাচীন ঐতিহ্য মিয়াবাড়ি মসজিদ Logo প্রতিকূলতার মধ্যেও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে ডিএমপি Logo ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল। Logo ইবিতে দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন Logo আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন: হাসনাত আবদুল্লাহ Logo রাবিতে পালিত হলো ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন প্রোগ্রাম-২০২৫ Logo এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ Logo চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য Logo ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ

বিমান ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রীর !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৬:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নাট ঢিলা হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে ওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বিমানকে ঢেলে সাজানোর জন্য যা যা করা দরকার সবই করতে নির্দেশনা দিয়েছেন।

গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সচিবালয়ের দফতরে বসে বিমানমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। আজই এই মামলা দায়ের করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সূত্র জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দফতরে দেখা করেন। মন্ত্রী ও সচিব প্রধানমন্ত্রীর বিমান বহরের নাট ঢিলা হওয়ার ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনের মূল বিষয়বস্তু সম্পর্কে এবং তদন্ত কমিটিগুলোর সুপারিশের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, দীর্ঘ সময়ের ওই আলোচনায় প্রধানমন্ত্রী বিমানমন্ত্রী ও সচিবের কাছ থেকে সিভিল এভিয়েশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিনটি পৃথক তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে অবহিত হওয়ার পর মন্ত্রী ও সচিবকে বেশ কিছু নির্দেশনা দেন। বিশেষ করে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বুদাপেস্টগামী বিমান বহরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে নির্দেশ দেন। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত কমিটিগুলোর দেওয়া প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিমানকে ঢেলে সাজানোর নির্দেশ দেন। সূত্র জানায়, সুপারিশের আলোকে বিমানকে ঢেলে সাজানোর বিষয়ে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন বিমানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব বা অন্য কাউকে প্রধান করে একটি কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে বিমানের খোলনলচে পাল্টে দেওয়ার কথা বলেন। জানতে চাইলে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী বিমানের ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিমানকে ঢেলে সাজানোর কথাও বলেছেন। তিনি বলেন, শিগগির মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটি সাম্প্রতিক ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিমানকে কীভাবে আরও ঢেলে সাজানো যায় সে বিষয়ে মতামত দেবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের মতামতের ভিত্তিতেই বিমানকে সাজানো হবে। প্রধানমন্ত্রীর বিমান বহরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কবে নাগাদ মামলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আজকালকের মধ্যেই এ মামলা দায়ের করা হবে। মামলাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দায়ের করবে বলেও জানান মন্ত্রী। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত শেষে প্রায় চার ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি। ওই উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়। এ ছাড়া সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ আরও দুটি কমিটি গঠন করে। এই তিনটি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনা ছিল মনুষ্য সৃষ্ট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরিশালের প্রাচীন ঐতিহ্য মিয়াবাড়ি মসজিদ

বিমান ঢেলে সাজানোর নির্দেশ প্রধানমন্ত্রীর !

আপডেট সময় : ১১:৩৬:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নাট ঢিলা হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে ওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বিমানকে ঢেলে সাজানোর জন্য যা যা করা দরকার সবই করতে নির্দেশনা দিয়েছেন।

গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সচিবালয়ের দফতরে বসে বিমানমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। আজই এই মামলা দায়ের করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সূত্র জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক প্রধানমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দফতরে দেখা করেন। মন্ত্রী ও সচিব প্রধানমন্ত্রীর বিমান বহরের নাট ঢিলা হওয়ার ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনের মূল বিষয়বস্তু সম্পর্কে এবং তদন্ত কমিটিগুলোর সুপারিশের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, দীর্ঘ সময়ের ওই আলোচনায় প্রধানমন্ত্রী বিমানমন্ত্রী ও সচিবের কাছ থেকে সিভিল এভিয়েশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিনটি পৃথক তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে অবহিত হওয়ার পর মন্ত্রী ও সচিবকে বেশ কিছু নির্দেশনা দেন। বিশেষ করে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বুদাপেস্টগামী বিমান বহরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে নির্দেশ দেন। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদন্ত কমিটিগুলোর দেওয়া প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিমানকে ঢেলে সাজানোর নির্দেশ দেন। সূত্র জানায়, সুপারিশের আলোকে বিমানকে ঢেলে সাজানোর বিষয়ে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন বিমানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব বা অন্য কাউকে প্রধান করে একটি কমিটি করে দ্রুততম সময়ের মধ্যে বিমানের খোলনলচে পাল্টে দেওয়ার কথা বলেন। জানতে চাইলে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী বিমানের ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিমানকে ঢেলে সাজানোর কথাও বলেছেন। তিনি বলেন, শিগগির মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটি সাম্প্রতিক ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে বিমানকে কীভাবে আরও ঢেলে সাজানো যায় সে বিষয়ে মতামত দেবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের মতামতের ভিত্তিতেই বিমানকে সাজানো হবে। প্রধানমন্ত্রীর বিমান বহরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কবে নাগাদ মামলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আজকালকের মধ্যেই এ মামলা দায়ের করা হবে। মামলাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দায়ের করবে বলেও জানান মন্ত্রী। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত শেষে প্রায় চার ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি। ওই উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়। এ ছাড়া সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ আরও দুটি কমিটি গঠন করে। এই তিনটি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনা ছিল মনুষ্য সৃষ্ট।