ফরহাদ হোসাইন কয়রা (খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শ্যামল কয়ালের বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হাসানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং প্রাথমিক সহায়তা প্রদান করেন। এছাড়া পরবর্তীতে তাদের নতুন ঘর নির্মাণের জন্যও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশেপাশের মানুষ এগিয়ে এলেও মুহূর্তের মধ্যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় শ্যামল কয়ালের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।