শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা Logo সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার Logo কয়রায় শ্যামল কয়েলের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই সহায়তা নিয়ে এগিয়ে এলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo পলাশবাড়ীতে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক  Logo চাঁদপুর ডিএনসির সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ Logo কচুয়ার ২৪১টি গ্রামে সমাজ সেবায় শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত স্থাপন Logo কমরেড আব্দুর রহমানের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান-২০ বোতল ভারতীয় মদসহ ৭ লাখ টাকার মালামাল জব্দ Logo চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Logo আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল

নারীর হাতে আশার আলো: কচুয়ার মাঠে ফ্যামিলি কার্ডে জেগে উঠল নতুন স্বপ্ন

কচুয়ার সরকারি ডিগ্রি কলেজ মাঠটি অন্যদিনের মতো ছিল না। মিছিলের ঢল, নারীর কণ্ঠে আশার গান আর প্রাণ খুলে নিজের কথা বলার বিরল সুযোগ—সব মিলিয়ে (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে যেন নতুন স্বপ্ন দেখল নারীরা।  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪তম দফা “নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড” উদ্যোগের ওপর নির্মিত শর্টফিল্মের উদ্বোধন ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। তবে এ আয়োজন শুধু একটি শর্টফিল্ম প্রদর্শনী নয়, বরং নিপীড়িত ও প্রান্তিক নারীদের হৃদয়ের কথা বলার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল।

এ আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে ছিলেন সমাজের সাধারণ নারী সদস্যরা। তাদের হাতে মাইক, কণ্ঠে নিজেদের জীবনের গল্প। হয়তো এ জীবনে কখনো কোনো মঞ্চে এভাবে সম্মানিত হননি তারা। একজন নারী বললেন,আজ আমরা অতিথি হয়ে নিজেদের কথা বলছি। কষ্টের কথা, স্বপ্নের কথা বলতে পারছি। এটা আমাদের জীবনে এক বিরল সম্মান।

শর্টফিল্মে তুলে ধরা হয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের স্বপ্ন। নারীরা দেখলেন নিজেদের প্রতিচ্ছবি,কেউ রিকশাচালকের স্ত্রী, কেউ দিনমজুর পরিবারের মা, কেউ বা বিধবা। সবাই একই স্বপ্নে বিশ্বাসী,নিজের হাতে কাজ, নিজের আয়, আর সন্তানদের মুখে হাসি।

আয়োজনে অংশ নেওয়া নারীরা জানান, এই আয়োজন তাদের মনে নতুন শক্তি জুগিয়েছে। একজন নারী বলেন
“আমাদের মতো গরিব মানুষকেও কেউ গুরুত্ব দেয়, সেটা আজ বুঝলাম। আগামীতে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাব।

মাঠজুড়ে নেতাকর্মীদের স্লোগান, আর নারীদের উচ্ছ্বাস মিলে যেন ভিন্ন এক দৃশ্যের জন্ম দেয়। রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি প্রতিধ্বনিত হয় নারীর ক্ষমতায়ন ও স্বপ্নের কথা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের দফাগুলো কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং মানুষের জীবন বদলে দেওয়ার বাস্তব পরিকল্পনা। আর ‘ফ্যামিলি কার্ড’ সেই চিন্তার স্পষ্ট প্রতিফলন।

একজন প্রবীণ নারী চোখ মুছতে মুছতে বলেন—
“আমরা তো সবসময় পিছিয়ে থাকি। কিন্তু আজকের এই সম্মান আমাদের বিশ্বাস জাগিয়েছে—নারীরাও দেশের পরিবর্তনের শক্তি হতে পারে।”এভাবেই কচুয়ার কলেজ মাঠে এক বিকেলে নারীর হাতে জ্বলে উঠল আশার আলো।
ছবিঃ কচুয়ায় তারেক রহমানের নির্দেশনায় ফ্যামিলি কার্ড শর্টফিল্মের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা

নারীর হাতে আশার আলো: কচুয়ার মাঠে ফ্যামিলি কার্ডে জেগে উঠল নতুন স্বপ্ন

আপডেট সময় : ১১:০০:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কচুয়ার সরকারি ডিগ্রি কলেজ মাঠটি অন্যদিনের মতো ছিল না। মিছিলের ঢল, নারীর কণ্ঠে আশার গান আর প্রাণ খুলে নিজের কথা বলার বিরল সুযোগ—সব মিলিয়ে (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে যেন নতুন স্বপ্ন দেখল নারীরা।  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৪তম দফা “নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড” উদ্যোগের ওপর নির্মিত শর্টফিল্মের উদ্বোধন ছিল এ আয়োজনের মূল আকর্ষণ। তবে এ আয়োজন শুধু একটি শর্টফিল্ম প্রদর্শনী নয়, বরং নিপীড়িত ও প্রান্তিক নারীদের হৃদয়ের কথা বলার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছিল।

এ আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে ছিলেন সমাজের সাধারণ নারী সদস্যরা। তাদের হাতে মাইক, কণ্ঠে নিজেদের জীবনের গল্প। হয়তো এ জীবনে কখনো কোনো মঞ্চে এভাবে সম্মানিত হননি তারা। একজন নারী বললেন,আজ আমরা অতিথি হয়ে নিজেদের কথা বলছি। কষ্টের কথা, স্বপ্নের কথা বলতে পারছি। এটা আমাদের জীবনে এক বিরল সম্মান।

শর্টফিল্মে তুলে ধরা হয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের স্বপ্ন। নারীরা দেখলেন নিজেদের প্রতিচ্ছবি,কেউ রিকশাচালকের স্ত্রী, কেউ দিনমজুর পরিবারের মা, কেউ বা বিধবা। সবাই একই স্বপ্নে বিশ্বাসী,নিজের হাতে কাজ, নিজের আয়, আর সন্তানদের মুখে হাসি।

আয়োজনে অংশ নেওয়া নারীরা জানান, এই আয়োজন তাদের মনে নতুন শক্তি জুগিয়েছে। একজন নারী বলেন
“আমাদের মতো গরিব মানুষকেও কেউ গুরুত্ব দেয়, সেটা আজ বুঝলাম। আগামীতে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাব।

মাঠজুড়ে নেতাকর্মীদের স্লোগান, আর নারীদের উচ্ছ্বাস মিলে যেন ভিন্ন এক দৃশ্যের জন্ম দেয়। রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি প্রতিধ্বনিত হয় নারীর ক্ষমতায়ন ও স্বপ্নের কথা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের দফাগুলো কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং মানুষের জীবন বদলে দেওয়ার বাস্তব পরিকল্পনা। আর ‘ফ্যামিলি কার্ড’ সেই চিন্তার স্পষ্ট প্রতিফলন।

একজন প্রবীণ নারী চোখ মুছতে মুছতে বলেন—
“আমরা তো সবসময় পিছিয়ে থাকি। কিন্তু আজকের এই সম্মান আমাদের বিশ্বাস জাগিয়েছে—নারীরাও দেশের পরিবর্তনের শক্তি হতে পারে।”এভাবেই কচুয়ার কলেজ মাঠে এক বিকেলে নারীর হাতে জ্বলে উঠল আশার আলো।
ছবিঃ কচুয়ায় তারেক রহমানের নির্দেশনায় ফ্যামিলি কার্ড শর্টফিল্মের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।