সোমবার | ১২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ  Logo শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫ পেলেন নুরুন্নাহার মুন্নি Logo ইরানে বিক্ষোভে নি*হত অন্তত ১৯২ Logo মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক। Logo স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশার উদ্যোগে ৩ শতা‌ধিক পথচারীর মাঝে খাবার বিতরণ

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সম্মুখভাগের অনেকটা জায়গা জুড়ে থাকা মৎস্য বীজ উৎপাদন খামারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা, খুলনার জনসাধারণ ও সর্বস্তরের নাগরিক সংগঠন।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় গল্লামারীস্থ এই মৎস্য বীজ উৎপাদন খামারের মূল গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, আজ দুপুরে পর্যালোচনাপূর্বক সুপারিশ এবং প্রতিবেদন প্রেরণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমামুদ্দিন কবিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাদেশ লেবার পার্টি খুলনা জেলা শাখা, নাগরিক সমাজ খুলনা, বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের জনগণ, বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগ, আমরা বৃহত্তর খুলনাবাসী, ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতি, সুশীল সমাজ খুলনা, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনা, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, নাগরিক ফোরাম খুলনা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির খুলনা জেলা সভাপতি জনাব আমীর এজাজ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমীর জনাব মাহফুজর রহমান, জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সংগঠক আহম্মেদ হামিম রাহাত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের নেতা জনাব ইব্রাহিম হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি আবু তাহের, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুল মালেক, ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এবং মানবাধিকার কমিশন খুলনা শাখার সভাপতি জনাব এস. এম. মোহাম্মদ আলী।
এসময় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যৌক্তিক দাবির সাথে সম্পূর্ণরূপে সমর্থন প্রকাশ করছি। আমাদের দক্ষিণাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য অনতিবিলম্বে মৎস্য বীজ উৎপাদন খামারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করতে হবে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও বেশি পারদর্শী হয়ে উঠতে পারে এবং দক্ষিণাঞ্চলের অন্যতম আয়ের উৎস মাছ নিয়ে উল্লেখযোগ্য গবেষণা করতে পারে। তারা আরও বলেন আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব খুলনাবাসীর এ দাবি মেনে নিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারকে সম্পূর্ণরূপে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করে দেওয়া হোক।”
মানববন্ধন শেষে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, আমরা বৃহত্তর খুলনাবাসী ও খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমামুদ্দিন কবির ও কমিটির সদস্যদের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সিনেটরুমে একটি মিটিং আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান গল্লামারী মৎস্য খামার হস্তান্তরের সুযোগ-সুবিধা একটি স্লাইড প্রেজেন্টেশনে উপস্থাপন করেন। সবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমামুদ্দিন কবির বলেন, “আমরা একটি মিটিং আয়োজন করবো। সেখানে এসব বিষয় উপস্থাপন করা হবে।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৫:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সম্মুখভাগের অনেকটা জায়গা জুড়ে থাকা মৎস্য বীজ উৎপাদন খামারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা, খুলনার জনসাধারণ ও সর্বস্তরের নাগরিক সংগঠন।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় গল্লামারীস্থ এই মৎস্য বীজ উৎপাদন খামারের মূল গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, আজ দুপুরে পর্যালোচনাপূর্বক সুপারিশ এবং প্রতিবেদন প্রেরণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমামুদ্দিন কবিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাদেশ লেবার পার্টি খুলনা জেলা শাখা, নাগরিক সমাজ খুলনা, বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের জনগণ, বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগ, আমরা বৃহত্তর খুলনাবাসী, ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতি, সুশীল সমাজ খুলনা, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনা, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, নাগরিক ফোরাম খুলনা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির খুলনা জেলা সভাপতি জনাব আমীর এজাজ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর আমীর জনাব মাহফুজর রহমান, জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সংগঠক আহম্মেদ হামিম রাহাত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মিজানুর রহমান বাবু, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের নেতা জনাব ইব্রাহিম হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি আবু তাহের, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি হাজী আব্দুল মালেক, ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম এবং মানবাধিকার কমিশন খুলনা শাখার সভাপতি জনাব এস. এম. মোহাম্মদ আলী।
এসময় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই যৌক্তিক দাবির সাথে সম্পূর্ণরূপে সমর্থন প্রকাশ করছি। আমাদের দক্ষিণাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য অনতিবিলম্বে মৎস্য বীজ উৎপাদন খামারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করতে হবে। যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও বেশি পারদর্শী হয়ে উঠতে পারে এবং দক্ষিণাঞ্চলের অন্যতম আয়ের উৎস মাছ নিয়ে উল্লেখযোগ্য গবেষণা করতে পারে। তারা আরও বলেন আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব খুলনাবাসীর এ দাবি মেনে নিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারকে সম্পূর্ণরূপে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করে দেওয়া হোক।”
মানববন্ধন শেষে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, আমরা বৃহত্তর খুলনাবাসী ও খুলনা সিভিল সোসাইটির উদ্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমামুদ্দিন কবির ও কমিটির সদস্যদের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সিনেটরুমে একটি মিটিং আয়োজন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান গল্লামারী মৎস্য খামার হস্তান্তরের সুযোগ-সুবিধা একটি স্লাইড প্রেজেন্টেশনে উপস্থাপন করেন। সবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমামুদ্দিন কবির বলেন, “আমরা একটি মিটিং আয়োজন করবো। সেখানে এসব বিষয় উপস্থাপন করা হবে।”