চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ” দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা হলো এমন এক প্ল্যাটফর্ম যেখানে অংশগ্রহণকারীরা তাদের কারিগরি, প্রযুক্তিগত এবং সৃজনশীল দক্ষতা ব্যবহার করে নতুন ধারণা বা সমাধান তৈরি করে এবং প্রদর্শন করে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো তরুণদের প্রতিভা তুলে ধরা, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং শিল্প, প্রযুক্তি ও সামাজিক ক্ষেত্রে নতুন সমাধান তৈরিতে তাদের যুক্ত করা।
ইউএনও আরও বলেন, , “তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তরুণরাই আমাদের ভবিষ্যত। কৃত্রিম বৃদ্ধিমত্তার কারণে যে নতুন দুনিয়া তৈরি হয়েছে, সেখানে নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এই নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সক্ষমতা অর্জন করে এগিয়ে আসতে হবে। পৃথিবীর যেই দেশের যুব শক্তি দক্ষতা অর্জন করেছে তারাই এগিয়ে গেছে। একাডেমিয়া, শিল্প প্রতিষ্ঠান, এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় যদি আমরা নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত সমাধান বের করতে পারি এবং তরুণদের সাথে নিয়ে আগামীর পথ রচনা করতে পারি, তাহলে আমরা সফল হবো।”
তিনি বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকার তরুণদের শুধু চাকুরি নয়, বরং উদ্যোক্তা মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের জনসংখ্যার বড় অংশ এখন তরুণ। আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সূবর্ণ সময় এখন।
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ চৌধুরী সভাপতিত্বে কলেজের ইন্সট্রাক্টর মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য দেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল ঘোষ, ইন্সট্রাক্টর এনায়েত রাব্বি মোহাম্মদ ইয়াসিন।
এবারের প্রতিযোগিতায় মোট ৯টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী দক্ষতা ও প্রজেক্ট প্রদর্শনের সুযোগ পায়।
প্রতিযোগিতায় অর্থায়ন করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প।
ছবির ক্যাপশন: চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।