সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হেমায়েত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের গাংনিয়া মাহমুদপুর শুড়িকাটা এলাকায় জনৈক আঃ গফুরের দোকানের সামনে থেকে শরিফুল ইসলাম ওরফে টুটুল (৫৫), পিতা-মৃত রইচউদ্দিন ঢালী, সাং গাংনিয়া মাহমুদপুরকে ০২ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।