বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধার পলাশবাড়ীতে ব্রীজের ছাদ ভেঙ্গে পড়ায় ১০ বছরের বেশি সময় ধরে যান চলাচল বন্ধ জরুরী ভিত্তিতে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় পলাশবাড়ী উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা নামক স্থানে আলাই নদীর উপর হেয়ালীর ব্রীজটি দীর্ঘদিনের পুরাতন হওয়ায ব্রীজটির ছাদ ভেঙ্গে পড়ে।
হরিনাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়ারুল রহমান বলেন প্রায় ১০ বছরের বেশি সময় ধরে ভেঙ্গে পড়া ব্রীজটির উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবেই চলাচল করছেন সাধারণ মানুষ প্রতিনিয়তই ঘটছে ছোট বড় ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন রাতের বেলায় দুর্ঘটনা বেশি ঘটে।ব্রীজের ছাদে কাঠ দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারলেও ধানের ভ্যান ভারী যানবাহন পারাপার করা সম্ভব হয় না । ব্রীজের ছাদ ভেঙ্গে পড়ায় কৃষিপন্যসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোগান্তির শেষ নাই।তাই ব্রীজটি নির্মাণে সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।