চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদ্রাসার ছাত্র, এতিম ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ
শুক্রবার (২২ আগষ্ট) বাদ জুম্মা সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী মোঃ হারুনুর রশিদ সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানা, কোটরাবাদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফাতেমা জিনাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, লক্ষীপুর ওয়াজিয়াহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ও শিক্ষকদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তাহিদ হাওলাদার, হাবিব হাওলাদার, মাকছুদুর রহমান, নাজমুল মিজি, রিয়াদ হাওলাদার, শিপন হাওলাদার, ইব্রাহিম মিজি, সাইদুল আলম, ওমর ফারুক, আকিব খান, রাহুল, মাহাদি হাসান, আনাস খান, সুমন হাওলাদার, তারেক ইসলাম, মুরসালিন।মুখ।
চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে।
উল্লেখ্য, এই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মচারী, খাদেম ও শিক্ষার্থী মিলে সর্বমোট ৩’শতাধিক ছাত্ররা সবাই খাবার পেয়েছেন। এসময় মাদরাসা কর্তৃপক্ষের তরফ থেকে দোয়ায় বলা হয় মাদরাসাশিক্ষার্থীদের জন্য উন্নত মানের খাবার আয়োজনের এই উদ্যোগ তাদের খুব ভালো লেগেছে।