মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জৈনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী হোসাইন মুজাহিদীন চাঁদপুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এর আলোকে জীবন গঠন করতে হবে। তরুণ প্রজন্মকে আল-কুরআনের শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও অন্যায়কারীদের নির্মূল করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে মতিঝিল বঙ্গভবন ৫ নাম্বার গেইট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বলেন, “দ্বীনি শিক্ষা ব্যতিরেকে প্রকৃত মানুষ হওয়া যায় না। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র, সর্বক্ষেত্রেই কুরআন-সুন্নাহকে অনুসরণ করতে হবে।”
এছাড়া বিশেষ মেহমান হিসেবে নারায়ণগঞ্জ জামিয়া আবু বকর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী বয়ান পেশ করেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদেরকে শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ না রেখে ইসলামী আদর্শ ও নৈতিকতার শিক্ষায় আলোকিত করতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের পরিচালক হাফেজ ক্বারি শিব্বির আহমেদ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন। এজন্য প্রয়োজন সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন এবং তা জীবনে বাস্তবায়ন করা।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিক আবহ ও কুরআনের মাহাত্ম্যের বার্তা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জৈনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী হোসাইন মুজাহিদীন চাঁদপুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এর আলোকে জীবন গঠন করতে হবে। তরুণ প্রজন্মকে আল-কুরআনের শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও অন্যায়কারীদের নির্মূল করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে মতিঝিল বঙ্গভবন ৫ নাম্বার গেইট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বলেন, “দ্বীনি শিক্ষা ব্যতিরেকে প্রকৃত মানুষ হওয়া যায় না। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র, সর্বক্ষেত্রেই কুরআন-সুন্নাহকে অনুসরণ করতে হবে।”
এছাড়া বিশেষ মেহমান হিসেবে নারায়ণগঞ্জ জামিয়া আবু বকর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী বয়ান পেশ করেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদেরকে শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ না রেখে ইসলামী আদর্শ ও নৈতিকতার শিক্ষায় আলোকিত করতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের পরিচালক হাফেজ ক্বারি শিব্বির আহমেদ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন। এজন্য প্রয়োজন সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন এবং তা জীবনে বাস্তবায়ন করা।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিক আবহ ও কুরআনের মাহাত্ম্যের বার্তা।