শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জৈনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী হোসাইন মুজাহিদীন চাঁদপুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এর আলোকে জীবন গঠন করতে হবে। তরুণ প্রজন্মকে আল-কুরআনের শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও অন্যায়কারীদের নির্মূল করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে মতিঝিল বঙ্গভবন ৫ নাম্বার গেইট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বলেন, “দ্বীনি শিক্ষা ব্যতিরেকে প্রকৃত মানুষ হওয়া যায় না। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র, সর্বক্ষেত্রেই কুরআন-সুন্নাহকে অনুসরণ করতে হবে।”
এছাড়া বিশেষ মেহমান হিসেবে নারায়ণগঞ্জ জামিয়া আবু বকর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী বয়ান পেশ করেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদেরকে শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ না রেখে ইসলামী আদর্শ ও নৈতিকতার শিক্ষায় আলোকিত করতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের পরিচালক হাফেজ ক্বারি শিব্বির আহমেদ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন। এজন্য প্রয়োজন সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন এবং তা জীবনে বাস্তবায়ন করা।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিক আবহ ও কুরআনের মাহাত্ম্যের বার্তা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:৪৮:১৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জৈনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী হোসাইন মুজাহিদীন চাঁদপুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এর আলোকে জীবন গঠন করতে হবে। তরুণ প্রজন্মকে আল-কুরআনের শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও অন্যায়কারীদের নির্মূল করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে মতিঝিল বঙ্গভবন ৫ নাম্বার গেইট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বলেন, “দ্বীনি শিক্ষা ব্যতিরেকে প্রকৃত মানুষ হওয়া যায় না। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র, সর্বক্ষেত্রেই কুরআন-সুন্নাহকে অনুসরণ করতে হবে।”
এছাড়া বিশেষ মেহমান হিসেবে নারায়ণগঞ্জ জামিয়া আবু বকর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী বয়ান পেশ করেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদেরকে শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ না রেখে ইসলামী আদর্শ ও নৈতিকতার শিক্ষায় আলোকিত করতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের পরিচালক হাফেজ ক্বারি শিব্বির আহমেদ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন। এজন্য প্রয়োজন সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন এবং তা জীবনে বাস্তবায়ন করা।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিক আবহ ও কুরআনের মাহাত্ম্যের বার্তা।