চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও জৈনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী হোসাইন মুজাহিদীন চাঁদপুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এর আলোকে জীবন গঠন করতে হবে। তরুণ প্রজন্মকে আল-কুরআনের শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও অন্যায়কারীদের নির্মূল করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে মতিঝিল বঙ্গভবন ৫ নাম্বার গেইট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বলেন, “দ্বীনি শিক্ষা ব্যতিরেকে প্রকৃত মানুষ হওয়া যায় না। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র, সর্বক্ষেত্রেই কুরআন-সুন্নাহকে অনুসরণ করতে হবে।”
এছাড়া বিশেষ মেহমান হিসেবে নারায়ণগঞ্জ জামিয়া আবু বকর ইসলামিয়া মক্কিনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী বয়ান পেশ করেন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদেরকে শুধু পাঠ্যবইয়ের ভেতরে সীমাবদ্ধ না রেখে ইসলামী আদর্শ ও নৈতিকতার শিক্ষায় আলোকিত করতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ইনস্টিটিউটের পরিচালক হাফেজ ক্বারি শিব্বির আহমেদ। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন। এজন্য প্রয়োজন সঠিকভাবে দ্বীনি শিক্ষা অর্জন এবং তা জীবনে বাস্তবায়ন করা।”
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুরো আয়োজন জুড়ে ছিল আধ্যাত্মিক আবহ ও কুরআনের মাহাত্ম্যের বার্তা।