বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা বলেছেন,
যে জাতি বা দেশের শিক্ষার অবকাঠামো ও শিক্ষার সামগ্রিক পরিবেশ যত উন্নত, দেশ ও জাতি হিসেবে সার্বিকভাবে তারাই উন্নত ও স্বয়ংসম্পূর্ণ। আর এই জাতি গঠনে মূল কাজটি করেন আমাদের শিক্ষকরা। আমাদের উচিত শিক্ষকের মর্যাদা রক্ষা করা এবং তাদের কাছ থেকে জীবনের দিকনির্দেশনা শিখে নেওয়া।
বুধবার (১৩ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত ” সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ৫৪ বছরে কেউ শিক্ষকদের পরিপূর্ণ মর্যাদা দেয়নি, তাই আমরা ৫৪ বছরে এগোতে পারিনি। শিক্ষক এবং শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দিতে হবে। শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা, বাড়ি ভাড়া ১০০০টাকা এটা নিঃসন্দেহে শিক্ষকদের সাথে তামাশা,।
উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা বলেন, শিক্ষকরা কেন রাস্তায় নামতে হবে দাবী আদায় করতে, সরকার শিক্ষকদের সকল ন্যায্য দাবি আদায় করবেন এটাই প্রত্যাশা। গত ৫৪ বছরে কেউই শিক্ষার মান উন্নয়নে কাজ করেনি। উন্নত বিশ্ব যেখানে ড্রোন এবং পারমাণবিক বোমা আবিষ্কার করে তখন আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত। শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন ও আধুনিকায়নের উপরে সরকারকে নজর দেওয়া আহ্বান জানান।
এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা বক্তব্য দেন।